অ্যাপশহর

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবার শোভন-বৈশাখী

রাজ্যপাল জগদীপ ধনখড়ের পর পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির শোভন-বৈশাখী... ঘনিষ্ঠদের মতে এ শুধুই রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ... তবে রাজনৈতিক মহল খুঁজছে অন্য কারণ...

EiSamay.Com 15 Jun 2021, 10:02 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক বিভেদ ভুলে কঠিন সময়ে পুরনো সতীর্থর পাশে শোভন-বৈশাখী। সোমবার সন্ধেয় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। জানা গিয়েছে পুরনো সহকর্মীর মাতৃবিয়োগের খবরেই শোক জানাতে বৈশাখীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান প্রাক্তন বিধায়ক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল মহাসচিবের বাড়িতে শোভন-বৈশাখীর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
EiSamay.Com WhatsApp Image 2021-06-14 at 21.07.06.
শোভন-বৈশাখী


তৃণমূল কংগ্রেস ছেড়েছেন বহু আগে তবু সৌজন্য সাক্ষাত এই প্রথম নয়। BJPতে যোগদানের পরও বেশ কয়েকবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অরাজনৈতিক প্রয়োজনে দেখা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে এদিন মাতৃবিয়োগের পর শোকার্ত পার্থ চট্টোপাধ্যায়কে সমবেদনা জানাতেই নাকতলায় পৌঁছন শোভন-বৈশাখী। তবে বিরোধী দলের মধ্যে প্রথম শোভন-বৈশাখী নন, রাজনৈতিক বিভেদ ভুলে এমন পরিস্থিতিতেপুরনো সতীর্থকে সান্ত্বনা দিতে এসেছিলেন BJP নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রবিবার প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল