অ্যাপশহর

হাসপাতালে শয্যাশায়ী দিদি, দেখতে যেতে পারেন দাদা

এবার হাসপাতালে দিদি, খবর নিতে যাচ্ছেন দাদা। মাস দুয়েক আগে ছবিটা ছিল উল্টো... হাসপাতালে চিকিৎসাধীন সৌরভকে দেখতে উৎকণ্ঠা নিয়ে ছুটে গিয়েছিলেন 'দিদি'... এবার দাদার পালা...

EiSamay.Com 11 Mar 2021, 8:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SSKM হাসপাতালে শয্যাশায়ী তৃণমূল নেত্রীকে দেখতে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, বৃহস্পতিবারই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাচ্ছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস খানেক আগেই হার্টের সমস্যা নিয়ে দু'বার হাসপাতালে ভর্তি হন বাঙালির মহারাজ। বসানো হয় স্টেন্ট। সেসময় দুবারই হাসপাতালে সৌরভকে দেখতে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।
EiSamay.Com mamata sourav
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় (File Photo)


মনোনয়ন পেশের পর নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে ফেরার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে ঠেসে ধরে, গায়ের জোরে দরজা বন্ধ করে দেন। কপালে, কোমরে ও বাঁ পায়ে চোট লাগে তাঁর।

যন্ত্রণায় ছটফট করতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রিন করিডর করে আনা হয় কলকাতায়। মুখ্যমন্ত্রীর জন্য আগে থেকেই তৈরি ছিল SSKM হাসপাতালের কেবিন। পরীক্ষার পর জানা যায় তাঁর বাঁ পায়ে চিড় ধরেছে এবং লিগামেন্টেও চোট আছে। এছাড়া মাথায়, বুকে, হাতেও চোট পেয়েছেন তিনি।

'এটা গুজরাট হলে এতক্ষণ গোধরা হয়ে যেত',মন্তব্য মদনের

আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়েক শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার দুপুরে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বাঁ পায়ে ব্যথা আছে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তে সোডিয়ামের মাত্রাও কম। তার জন্যেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামীকাল ছেড়ে দেওয়া হতে পারে নেত্রীকে। সেক্ষেত্রে হাসপাতালে তৃণমূল সুপ্রিমোকে দেখতে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দুপুর ১২টায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড। ছয় সদস্যের চিকিৎসক রয়েছেন সেই বোর্ডে। তাঁরা হলেন, কার্ডিওলজির বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর মণ্ডল, অর্থো বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সার্জারি অধ্যাপক ডাঃ ডিকে সরকার, গ্যাস্ট্রোলজি বিভাগীয় প্রধান গোপালকৃষ্ণ ঢালি, নিউরো সার্জারি বিভাগীয় প্রধান শুভাশিস ঘোষ এবং অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর