অ্যাপশহর

Sealdah Local Trains News Today : আগেই শেষ কাজ, স্বস্তি লোকাল ট্রেনে

সোমবার রাতে সময়ের আগেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের কাজ হল। স্বস্তি পেলেন যাত্রীরা।

হাইলাইটস

  • আজ, মঙ্গলবার সন্ধের জায়গায় সোমবার রাতেই শেষ করে ফেলল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
  • লাইনের ধারণক্ষমতা বাড়াতে নৈহাটি ও হালিশহরের মধ্যে ১০.৩৭ কিলোমিটার পথে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয় ১০ মার্চ।
  • প্রায় ২৪ ঘণ্টা আগে কাজ শেষ করে ফেলায় দুর্ভোগের হাত থেকে পুরোপুরি মুক্তি না মিললেও কিছুটা স্বস্তি পেলেন যাত্রীরা।
EiSamay.Com Sealdah
শিয়ালদহ
এই সময়: নন-ইন্টারলকিংয়ের কাজ আজ, মঙ্গলবার সন্ধের জায়গায় সোমবার রাতেই শেষ করে ফেলল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। লাইনের ধারণক্ষমতা বাড়াতে নৈহাটি ও হালিশহরের মধ্যে ১০.৩৭ কিলোমিটার পথে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয় ১০ মার্চ। এ জন্য বেশ ক'জোড়া লোকাল বাতিল করে পূর্ব রেল।
Sealdah Local Trains : শিয়ালদা মেইনে শতাধিক ট্রেন বাতিল, সপ্তাহের প্রথম কাজের দিনে দুর্ভোগ চরমে
রবিবার ২৬ জোড়া এবং সোমবার ২৫ জোড়া ট্রেন বাতিল ছিল। আজ, মঙ্গলবারও ২৫ জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা আগে কাজ শেষ করে ফেলায় দুর্ভোগের হাত থেকে পুরোপুরি মুক্তি না মিললেও কিছুটা স্বস্তি পেলেন যাত্রীরা। সোমবার শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, 'যাত্রীদের এ ক'দিন অনেক ভুগতে হয়েছে।

Local Train: শিয়ালদা মেন লাইনে ট্রেন দেরিতে চলায় দুর্ভোগে যাত্রীরা, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
এ জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে নির্ধারিত সময়ের অনেকটা আগে কাজ শেষ করার সুফল পাওয়া যাবে।' আজ শিয়ালদহ-কল্যাণী অংশে ১৩ জোড়া ট্রেন বাতিল থাকবে বলে তিনি জানান। এ বাদে নন-শিডিউলড যে ১২ জোড়া ট্রেন বাতিলের কথা ছিল, সেগুলি বাতিল থাকবে না। দূরপাল্লার কোনও ট্রেনের গতিপথও বদলাবে না।

Local Train Latest Update: নন-ইন্টারলকিংয়ে কাজের জন্য শিয়ালদা মেন লাইনে বাতিল একাধিক ট্রেন, এখনও অব্যাহত দুর্ভোগ
সংবাদমাধ্যমকে তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকালের দিকের যতটা সম্ভব কম ট্রেন বাতিলের চেষ্টা চলছে। ট্রেনের গতিও বাড়ানোর দিকে নজর থাকছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'সুবিধার্থে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা এবং পায়রাডাঙাতেও সব ট্রেন দাঁড়াবে।'
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর