অ্যাপশহর

লেবেদফ স্মরণে শহরে অনুষ্ঠান

বঙ্গজীবনে কতটা গুরুত্বপূর্ণ গেরাসিম স্তেপানোভিচ লেবেদফ? আজ থেকে ২২২ বছর আগে তাঁরই হাত ধরে বাংলা রঙ্গমঞ্চের পথ চলা শুরু৷

EiSamay.Com 13 Sep 2017, 11:28 am
এই সময়: বঙ্গজীবনে কতটা গুরুত্বপূর্ণ গেরাসিম স্তেপানোভিচ লেবেদফ? আজ থেকে ২২২ বছর আগে তাঁরই হাত ধরে বাংলা রঙ্গমঞ্চের পথ চলা শুরু৷ ভারতচন্দ্রের ‘বিদ্যাসুন্দর’-এর রুশ অনুবাদ করাই শুধু নয় , রাশিয়ায় ফিরে সেন্ট পিটার্সবুর্গে যে ছাপাখানা খোলেন তাতে বাংলা টাইপোগ্রাফির ব্যবস্থাও রেখেছিলেন লেবেদফ৷
EiSamay.Com russian gentleman gerasim stepanovich lebedev also known as herasim steppanovich lebedeff
লেবেদফ স্মরণে শহরে অনুষ্ঠান


এই ভারতবন্ধুর মৃত্যুর দ্বিশতবার্ষিকী উপলক্ষে বছর জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাশিয়ান সেন্টার অফ সায়েন্স অ্যান্ড কালচার ইন কলকাতা৷ তারই অঙ্গ হিসাবে সঙ্গীত কলামন্দিরের সহযোগিতায়, আগামী শুক্রবার, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়, গোর্কি সদনে অভিনীত হবে ফরাসি নাট্যকার মলিয়ের-এর ‘লাভ ইজ দ্য বেস্ট মেডিসিন৷ ’ প্রযোজনায় হোল নাইন ইয়ার্ডস নাট্যগোষ্ঠী৷ লেবেদফ বাংলায় যে দু’টি নাটক অনুবাদ করেছিলেন তার অন্যতম ছিল এটি৷ অন্যটি ছিল ব্রিটিশ নাট্যকার রিচার্ড পল জডরেল -এর ‘দ্য ডিসগাইজ ’ অবলম্বনে ‘কাল্পনিক সংবদল’৷

ডোমতলা (বর্তমানে এজরা স্ট্রিট ) থিয়েটারে এটি অভিনীত হয় ১৭৯৫ সালের ২৭ নভেম্বর৷ মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গোর্কি সদনের অধিকর্তা ইউরি ভি দুবোভয় বলেন , ‘আমরা প্রথমে ভেবেছিলাম রাশিয়া থেকে কোনও সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানাব৷ কিন্ত্ত ২২২ বছর আগে লেবেদফ তো স্থানীয় পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণ দিয়েই বঙ্গ রঙ্গমঞ্চের পত্তন করেছিলেন৷ তাই আমরা এক স্থানীয় তরুণ নাট্যদলকেই বেছে নিলাম৷ ’

দুবোভয় মনে করিয়ে দেন , সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্রে ২০১৭ সালটি ভারত ও রাশিয়া , উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ৷ কারণ এই বছরই ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সত্তর বছর পূর্ণ হল৷ হোল নাইন ইয়ার্ডস -এর পক্ষে নাট্য পরিচালক অভ্রজিত্ সেন বললেন , ‘সেকালের কলকাতায় ভায়োলিন ও চেলোবাদক হিসাবে লেবেদফের বিশাল নামডাক ছিল৷ সে কথা স্মরণে রেখেই আমাদের এই মিউজিক্যালে ওই দু’টি বাদ্যযন্ত্র ব্যবহূত হবে৷ ’গোর্কি সদনের প্রোগ্রাম অফিসার গৌতম ঘোষ জানালেন , সারা বছর জুড়ে লেবেদফ স্মরণে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর মধ্যে যেমন রয়েছে এজরা স্ট্রিটে তাঁর স্মৃতিফলকের রক্ষণাবেক্ষণ , তেমনই রয়েছে প্রতি মাসে দু’টি করে স্থানীয় নাট্যদলের অভিনয় , থিয়েটারের গান ও তলস্তয় , স্তানিস্লাভস্কির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা৷ আগামী নভেম্বরে এক সন্তাহব্যাপী নাট্যোত্সবের পরিকল্পনাও রয়েছে৷ মধ্য কলকাতায় লেবেদফের আর একটি স্মৃতিফলক বসানো নিয়েও আলাপ আলোচনা চলছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল