অ্যাপশহর

পালানোর পথ বন্ধ! গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রার বিরুদ্ধে জারি লুক আউট নোটিস

শুভ্রা কুণ্ডুর বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় অভিবাসন দফতর। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা যাতে কলকাতা ছেড়ে যেতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ।

EiSamay.Com 29 Nov 2019, 12:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রোজভ্যালিকাণ্ডে এবার শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হল। তাঁর বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-র আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় অভিবাসন দফতর। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা যাতে কলকাতা ছেড়ে যেতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ।
EiSamay.Com shuvra


আরও পড়ুন: পশ্চিমি ঝঞ্ঝায় আটকে শীত, আপাতত কড়া ঠাণ্ডার আশা নেই

গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা রোজ ভ্যালির স্বর্ণবিপণিগুলির অন্যতম কর্ত্রী৷ কয়েকমাস আগে রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারির শোরুমে হানা দিয়েছিল ED। সে সময়ই কোটি কোটি টাকার গরমিল পাওয়া যায় বলে খবর। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের শুভ্রা কুণ্ডুকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সাড়া দেননি রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা। সূত্রের খবর, একাধিকবার সমন পাঠানো হলেও তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি। যার রেশ ধরে গত সপ্তাহে শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ED। একইসঙ্গে নিউটাউন, রাজারহাট-সহ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চালান ED আধিকারিকরা। সে সময় নিউটাউনে রোজভ্যালির এক প্রাক্তন পদস্থ কর্তার বাড়িতেও তল্লাশি হয়েছিল।মোট ২৫ জনের দল এই অভিযান চালায়।

জানা গিয়েছে, ED আধিকারিকরা যখন এসেছিলেন, তখন বাড়িতে ছিলেন না শুভ্রা। কিন্তু তাঁর পরিচারিকাকে প্রশ্ন করে তদন্তকারীরা বেশ কিছু তথ্য জানতে পেরেছিলেন বলে খবর। যার সূ্ত্র ধরে এবার শুভ্রা কুণ্ডর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হল।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল