অ্যাপশহর

প্রধানমন্ত্রীকে রেয়াত করে তাঁর দলকে আক্রমণ মমতার

চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন ঠিকই , তবে আক্রমণের লক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না৷

Ei Samay 19 Aug 2017, 9:52 am
এই সময়: চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন ঠিকই , তবে আক্রমণের লক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন না৷ শুক্রবার সন্ধ্যায় এক বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও শিক্ষার গৈরিকীকরণ , কখনও জিএসটি আবার কখনও বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের নিন্দা করে সব কিছুর দায় চাপিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির উপরে৷ একই সঙ্গে শিল্প থেকে শুরু করে খেলার জগত্ পর্যন্ত বিস্তৃত ক্ষেত্রের প্রতিনিধিদের যাবতীয় আবদার সাধ্যমত রাখারও আশ্বাস দিলেন তিনি৷
EiSamay.Com rising bengal mamata banerjee highlights achievements of tmc govt says social justice is her mission
প্রধানমন্ত্রীকে রেয়াত করে তাঁর দলকে আক্রমণ মমতার


‘গোটা দেশে শিক্ষার গৈরিকীকরণের অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্র ’, শুক্রবার সন্ধের বিশেষ অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের অভিযোগ শুনে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর৷ সুরঞ্জন বলেন , ২০১৮ পর্যন্ত যে প্রকল্পগুলো চলার কথা ছিল , সেগুলি হঠাত্ই সেপ্টেম্বরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷ একই সঙ্গে উপাচার্য জানান , যাদবপুর বিশ্ববিদ্যালয় মাত্র ২৫ কোটি টাকা কেন্দ্রীয় অনুদান পায় , কিন্ত্ত জেএনইউ প্রায় ৩০০ কোটি টাকা পায়৷ এই পরিপ্রেক্ষিতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ আনেন৷ শুধু কেন্দ্রের বিরুদ্ধেই নয় , উত্তরপ্রদেশে শিশুমৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজ ও কথার কড়া সমালোচনা করেন মমতা৷ জানিয়ে দেন , বিভিন্ন ক্ষেত্রে তাঁকে বার বার কেন্দ্রীয় শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে৷ তবে , এমন ভাবে কেন্দ্রের ‘টার্গেটে ’ থাকার জন্য তিনি গর্বিত বলে জানালেন মুখ্যমন্ত্রী৷ ভারতীয় জনতা পার্টিকে নানা ভাবে সমালোচনা করলেও শুক্রবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে ভাবে আক্রমণ করতে দেখা যায়নি বাংলার মুখ্যমন্ত্রীকে৷ আক্রমণ তো নয়ই , বরং প্রধানমন্ত্রীকে কিছুটা যেন আড়াল করেই মুখ্যমন্ত্রী বলেন , ‘প্রধানমন্ত্রী যত না বলছেন , তার চেয়ে অনেক বেশি বলছে তাঁর দল৷ ’

দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির বিভাজনের রাজনীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন , ‘সব জায়গায় তো দেখা যাচ্ছে আরএসএস তরোয়াল নিয়ে ঘুরছে৷ এ ভাবে কোনও সমস্যার সমাধান হয় না৷ সমস্যা ও অসন্তোষ বাড়ে৷ ’ এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপচারিতায় ছিলেন রাজ্যের অনেক বিশিষ্ট শিল্পপতি৷ হর্ষ নেওটিয়া , সঞ্জয় বুধিয়া , পিয়ারলেসের কর্ণধার এস কে রায়ের মতো অনেক শিল্পপতিই হাজির ছিলেন৷ সরকারের কন্যাশ্রী এবং একাধিক সামাজির সুরক্ষা প্রকল্পের প্রশংসা করেন গণ্যমান্যদের অনেকেই৷ হাজির ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী , কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় , শিক্ষাবিদ শিবাজিপ্রতিম বসুর মতো অনেকেই৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা রাজ্যে প্লাস্টিক দূষণ রুখতে সরকারকে উদ্যোগী হতে অনুরোধ করেন৷ অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী শুরুতেই নিজের বক্তব্যে জানিয়েছেন , বিগত বামফ্রন্ট সরকার বাংলার মাথায় এক লক্ষ ৭৮ হাজার কোটি টাকার দেনা চাপিয়ে বিদায় নেওয়ার পর ওই বিপুল ঋণের বোঝা নিয়ে উন্নয়নের কাজ করা খুবই কঠিন৷ তবু, বাংলায় উন্নয়ন হচ্ছে৷ মুখ্যমন্ত্রী দাবি করেন , গত দুই অর্থবর্ষে দেশের জিডিপি কমেছে৷

কিন্ত্ত , বেড়েছে বাংলার কর্মসংস্থান৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , কন্যাশ্রী প্রকল্প যাতে আরও ভালো ভাবে সর্বস্তরে পৌঁছতে পারে তার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় ঝুলন গোস্বামী ও ঋদ্ধিমান সাহাকে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল