অ্যাপশহর

অনৈতিক কাজে সমর্থন দেননি মমতা তাই বিজেপিতে শোভন, বিস্ফোরক রত্না

বাধা না মেনে দলের বিরুদ্ধে অনৈতিকতাকে সমর্থন কের দাঁড়িয়েছেন শোভন। আর তারই সূত্র ধরে এদিন বিজেপি-তে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই বিজেপির মুখে নীতির কথা মানায় না।

EiSamay.Com 14 Aug 2019, 5:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন কলকাতা প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বর বিধায়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যার পরই এদিন সরাসরি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ সানালেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়।
EiSamay.Com ratna chattopadhyay attacks sovan chatterjee on join the BJP


এদিন শোভনের বিজেপিতে যোগ দেওয়ার পর রত্না চট্টোপাধ্যায় বলেন, অনৈতিক মানুষ নৈতিকতার কথা বলছেন। দীর্ঘ দিন ধরে নিজের স্ত্রী, সন্তান দের ছেড়ে অনৈতিক ভাবে অন্য মহিলা, যাকে তিনি নিজের সুখ-দুঃখের বন্ধু বলেন, তার সঙ্গে অনৈতিক ভাবে একসঙ্গে থাকছেন। সেই অনৈতিক কাজে বারংবার বাধা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রত্না বলেন, সেই বাধা না মেনে দলের বিরুদ্ধে অনৈতিকতাকে সমর্থন কের দাঁড়িয়েছেন শোভন। আর তারই সূত্র ধরে এদিন বিজেপি-তে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই বিজেপির মুখে নীতির কথা মানায় না।

রত্না চট্টোপাধ্যায় এদিন সরাসরি বিজেপি-কে আক্রমণ করে বলেন, যে দল নৈতিকতার প্রশ্নে কথা বলে সেই দলই চূরান্ত অনৈতিক ব্যক্তিকে এদিন দলে নিল। শোভন চট্টোপাধ্যায়কে একটা কাউন্সিলার থেকে নেতা করে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই মমতাকে ছেড়ে শোভন কিছুই নন।

অপরদিকে মেয়রের বান্ধবী ওয়েবকুটার প্রাক্তন সভাপতি বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, বৈশাখী নিজের স্বামী ও একমাত্র মেকে ছেড়ে দিনের পর দিন শোভনের সঙ্গে থাকেন। যার থেকে বড় অনৈতিক কাজ আর কী হতে পারে বলেও প্রশ্ন করেন রত্না। পাশাপাশি এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে বৈশাখীকে নেত্রী বলায় হাসেন রত্না। বলেন বৈশাখী আবার কবে নেত্রী হলেন।

যদিও রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ের এদিন বিজেপির সদর সফতরে যাওয়া প্রসঙ্গে হতবাক রত্না চট্টোপাধ্যায়। বলেন শোভন-দেবশ্রীর যোগ ছিল। কিন্তু এদিন বিজেপির দফতরে তাকে দেখে সত্যি অবাক রত্না চট্টোপাধ্যা। যদিও কলকাতা পুরসভায় বিজেপির জয় হবে আগামী দিনে সেই প্রসঙ্গে রত্নার স্পষ্ট জবাব, স্বপ্ন দেখা আর নির্বাচনে লড়া এক নয়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল