অ্যাপশহর

মমতার বৈঠকে ব্যাখ্যাদিতে প্রস্ত্তত স্কুলগুলি

কিন্ত্ত এ কেবল টিউশন ফি নয়৷ এর মধ্যে স্টেশনারি জিনিসের খরচ , স্কুলবাসের ফি (স্কুলের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত বাধ্যতামূলক ), ব্রেকফাস্ট -লাঞ্চ ও সন্ধ্যার টিফিনের খরচ আছে

EiSamay.Com 9 Mar 2017, 12:39 pm
এই সময় : মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন যে বেসরকারি হাসপাতালের পরে এ বার রাজ্য সরকার দেখবে কোন স্কুলের কেমন ফি৷ বাবা -মায়েদের উপরে চাপ দিয়ে বেসরকারি স্কুলগুলি ব্যবসা ফেঁদে বসছে কি না৷ বেসরকারি স্কুলের কর্তাদের নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন তিনি৷ যদিও বৈঠক কবে হবে , সরকার তা এখনও জানায়নি৷ এরই মধ্যে বেসরকারি স্কুলগুলি অবশ্য জানাচ্ছে , তারা যে ফি নেয় , তা তাদের পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷ অতিরিক্ত ফি নিয়ে অভিভাবকদের পকেটে চাপ দেওয়ার কোনও অভিপ্রায় তাদের নেই৷ তাই মুখ্যমন্ত্রী যে দিনই বৈঠকে ডাকুন , তাঁরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে প্রস্ত্তত বলে জানাচ্ছে নামী বেসরকারি স্কুলগুলি৷ তা ছাড়া , কোনও স্কুলই লুকিয়ে ডোনেশন বা ক্যাপিটেশন ফি নেয় না বলে তাদের দাবি৷ লা মার্টিনিয়ার স্কুলের সচিব সুপ্রিয় ধর যেমন বলেন , ‘আমাদের স্কুলে ক্যাপিটেশন ফি বা ডোনেশনের কোনও গল্প নেই৷ ফি সংক্রান্ত যাবতীয় তথ্য ওবেয়সাইটে দেওয়া আছে
EiSamay.Com public school manegment readt to meet mamta banerjee on school fees issue
মমতার বৈঠকে ব্যাখ্যাদিতে প্রস্ত্তত স্কুলগুলি


আমাদের স্কুলে পড়াশোনা করার মাসিক গড় খরচ হাজার ছয়েক টাকা৷ ’ শহরের অন্যতম নামী এই স্কুলের পরিকাঠামো অত্যাধুনিক বলে জানাচ্ছেন সুপ্রিয়৷ তা ছাড়া নানা সমাজ সেবামূলক কাজেও তাঁরা যুক্ত৷ সচিব বলেন , ‘আমরা ফি বছর দেড় কোটি টাকা খরচ করি দরিদ্র শিশুদের পড়াশোনা -থাকা -খাওয়ার জন্য৷ এই সব কিছু আমাদের স্কুলের হিসেবে দেখানো আছে৷ কাউকে ঠকিয়ে টাকা নিয়ে ব্যবসা আমরা করি না৷ মুখ্যমন্ত্রী বলেছেন বলে শুনেছি৷ তবে এখনও তো দিন ঠিক হয়নি৷ আমাদের কিছু জানানোও হয়নি৷ দেখি রাজ্য সরকার কী করে৷ ’মডার্ন হাই স্কুল ফর গার্লসের অধিকর্তা দেবী করও বলেন , ‘আমাদের ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে৷ মুখ্যমন্ত্রী বৈঠক ডাকলে তাঁর প্রশ্নের জবাব দিতে আমরা রাজি আছি৷ ’ মডার্ন হাই স্কুলে ভর্তি হতে এককালীন ৮৫ হাজার টাকা লাগে এবং মাসের ফি গড়ে হাজার ছয়েক৷ বরাহনগরের সেন্ট্রাল মডার্ন স্কুলের অধ্যক্ষ নবারুণ দে , হেরিটেজ স্কুলের অধ্যক্ষা সীমা সাপ্রুরাও জানাচ্ছেন পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ফি ধার্য করা হয়েছে৷ হেরিটেজ স্কুলে মাসে গড়ে ১০ -১২ হাজার টাকা ফি৷

কিন্ত্ত তার অনেকগুলি ভাগ আছে বলে সাপ্রু জানান৷ কিন্ত্ত এ কেবল টিউশন ফি নয়৷ এর মধ্যে স্টেশনারি জিনিসের খরচ , স্কুলবাসের ফি (স্কুলের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত বাধ্যতামূলক ), ব্রেকফাস্ট -লাঞ্চ ও সন্ধ্যার টিফিনের খরচ আছে৷ স্কুলে ভর্তির জন্য এককালীন ১ লক্ষ ৭০ হাজার টাকা লাগে৷ সাপ্রু বলেন , ‘আমাদের স্কুলে ছাত্র -শিক্ষক অনুপাত হল ১২:১৷ প্রত্যেক পড়ুয়ার প্রতি আলাদা ভাবে নজর দেওয়া হয়৷ তা ছাড়া , কোনও স্কুল পঠনপাঠন , কোনও স্কুল কো -কারিকুলার , কোনও স্কুল ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নয়নে নজর দেয়৷ অভিভাবকেরা তাঁদের পছন্দ অনুযায়ী স্কুল বাছাই করেন৷ ভালো পরিকাঠামো , উন্নত পঠনপাঠনের জন্য তেমন ফি -ও দেওয়া দরকার৷ ’ তবে স্বাস্থ্যক্ষেত্রের মতো কড়াকড়ি শিক্ষাক্ষেত্রে সম্ভব কি না , সে প্রশ্ন তুলছেন অনেক অধ্যক্ষ৷ মধ্য কলকাতার একটি স্কুলের অধ্যক্ষ বলেন , ‘ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে মা -বাবারা ভালো স্কুলে ভর্তির চেষ্টা করেন৷ ছাত্রছাত্রীদের উন্নত পঠনপাঠনের স্বার্থে আমরাও পরিকাঠামো সেই ভাবে তৈরি করি , শিক্ষক -শিক্ষিকাদের মানের দিকেও নজর দেওয়া হয়৷ সে জন্য ফি -ও বাড়ে৷ স্কুলের সুনাম নির্ভর করে তার ছাত্রছাত্রীদের মানের উপরে৷ কোনও স্কুল যদি মাত্রাছাড়া ফি নিয়ে পরীক্ষায় তেমন ভালো ফল করতে না পারে , তা হলে কি সেখানে কেউ ছেলেমেয়েদের ভর্তি করবেন ?’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল