অ্যাপশহর

অনশনের অষ্টম দিনে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী, বরফ কি গলবে?

অনশনকারী শিক্ষকদের দাবি, স্বচ্ছ এবং সঠিক বেতন কাঠামো। তাঁরা বলছেন, গোটা দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় বাংলায় প্রাথমিক শিক্ষকদের বেতন প্রায় অর্ধেকেরও কম। সরকার এ বিষয়ে আশ্বাস দিলেও তাঁদের কোনও দাবিই আর মানা হয়ে উঠছে না।

EiSamay.Com 20 Jul 2019, 4:44 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুরাহার পথে প্রাথমিক শিক্ষকদের দাবি। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত ৫ প্রতিনিধি। বৈঠকে বরফ আদৌও গলবে কিনা, এখন সেটাই দেখার।
EiSamay.Com primary-teacher-1


অনশনকারী শিক্ষকদের দাবি, স্বচ্ছ এবং সঠিক বেতন কাঠামো। তাঁরা বলছেন, গোটা দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় বাংলায় প্রাথমিক শিক্ষকদের বেতন প্রায় অর্ধেকেরও কম। সরকার এ বিষয়ে আশ্বাস দিলেও তাঁদের কোনও দাবিই আর মানা হয়ে উঠছে না। তাই এই পদক্ষেপ। উল্লেখ্য, ২০ জন অনশনকারী শিক্ষকদের মধ্যে ৩ জন ইতোমধ্যেই হাসপাতালে ভরতি হয়েছেন।

আরও পড়ুন: আমরণ অনশনে প্রাথমিক শিক্ষকরা! শিক্ষামন্ত্রী এত উদাসীন কেন?

বর্তমানে প্রাথমিক শিক্ষকদের মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় বেতন দেওয়া হয়। যার পে-ব্যান্ড-২। কিন্তু অন্যান্য রাজ্যে ও কেন্দ্রে দেওয়া হয় পে-ব্যান্ড-৪ হিসেবে। বর্তমানে প্রাথমিকে বেতন কাঠামো ৫,৪০০-২৫,২০০। গ্রেড পে-২,৩০০/২,৬০০। বাস্তবিকই অন্যান্য রাজ্যের তুলনায় যা অনেকটাই কম। প্রসঙ্গত, আজ নিয়ে ৯ দিন হয়ে গেল পিআরটি স্কেলের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে প্রাথমিক শিক্ষকরা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল