অ্যাপশহর

Primary TET Admit Card : প্রাথমিক টেটের অ্যাডমিট মিলছে বুধবার থেকেই

প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড (Primary TET Admit Card) বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এ দিন রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দু'টি ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। চলতি বছরের টেট হতে চলেছে 11 ডিসেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 90 হাজার।

Produced byসুমন মাঝি | Ei Samay 1 Dec 2022, 9:49 am

হাইলাইটস

  • প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে।
  • প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এ দিন রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
  • চলতি বছরের টেট হতে চলেছে 11 ডিসেম্বর।
এই সময়: প্রাথমিক টেট-এর অ্যাডমিট কার্ড বুধবার রাত থেকেই ডাউনলোড করা যাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এ দিন রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দু'টি ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে- www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.Org।
SSC CGL Admit Card: প্রকাশিত হল অ্যাডমিট কার্ড, কী ভাবে ডাউনলোড করবেন জেনে নিন
চলতি বছরের টেট হতে চলেছে ১১ ডিসেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। ওয়েবসাইটে গিয়ে 'অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট-২০২২ (টেস্ট) ফর ক্লাসেস ওয়ান-ফাইভ' ক্লিক করতে হবে। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্টে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই অ্যাডমিট কার্ড প্রিভিউ স্ক্রিন দেখা যাবে ও প্রার্থীরা অ্যাডমিট কার্ডের প্রিন্ট পাবেন। পর্ষদ আসন্ন টেট পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত গুচ্ছ ব্যবস্থা নিয়েছে। জেলা ও রাজ্যভিত্তিক হেল্পলাইন নম্বরও চালু করা হবে পরীক্ষার্থীদের নানা সমস্যার সমাধানে।
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল