অ্যাপশহর

'জনপ্রিয় ডায়লগে হিংসা ছড়ায় না', মিঠুন-মামলায় পর্যবেক্ষণ কোর্টের

Kolkata Police-এর দায়ের করা FIR -এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপীল করেছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী...

EiSamay.Com 29 Jul 2021, 9:24 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বস্তি মহাগুরুর। ফিল্মি ডায়লগ বলে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছিল BJP নেতা-অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। সেই মামলায় এদিন হাইকোর্টের পর্যবেক্ষণ, জনপ্রিয় ডায়লগে হিংসা ছড়ায় না। মামলার দলিল শোনার পর বিচারপতি কৌশিক চন্দ বলেন, 'শোলের আমজাদ খান থেকে আজ পর্যন্ত হাজার হাজার জনপ্রিয় সিনেমা ডায়লগ তৈরি হয়েছে। মিঠুন চক্রবর্তী ডায়লগটিও জনপ্রিয়। মিঠুন নিজে স্বীকার করে নিয়েছেন তিনি ওই ডায়লগ বলেছেন। এরপর আর কী তদন্তের বাকি থাকে? ভোট পরবর্তী অশান্তি ছড়ানোর সঙ্গে মিঠুন চক্রবর্তী এই ডায়লগের সম্পর্ক থাকতে পারে না।' এখানেই শেষ নয়,মুখ্য সরকারি কৌঁসুলির উদ্দেশে তিনি বলেন,'অভিনেতার ডায়লগে ভোট পরবর্তী অশান্তি তৈরি হয়েছে, এই দাবি ঠিক নয়। ব্রিগেডে দেওয়া ডায়লগ ভোট পরবর্তী হিংসার কারণ হতে পারে না। প্রাথমিক ভাবে আমি এমনটা মনে করি না যে অভিনেতার ওই মন্তব্যের কারণেই ভোট পরবর্তী অশান্তি তৈরি হয়েছে।' বিচারপতির পর্যবেক্ষণে খানিক হলেও স্বস্তিতে Mithun Chakraborty। আগামী মঙ্গলবার দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানি।তদন্তের অগ্রগতি রিপোর্ট সহ পেশ করতে নির্দেশ বিচারপতির।
EiSamay.Com Mithun Chakraborty


'BJP-কে হারাতে একজোট হতে হবে', সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে মন্তব্য মমতার

একুশের বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে 'মারব এখানে লাশ পড়বে শ্মশানে', 'এক ছোবলেই ছবি', 'জাত গোখরো'-র মতে সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুনকে। এ নিয়ে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। সুপারস্টারের বিরুদ্ধে মানিকতলা থানায় FIR দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের কাছে FIR খারিজের আবেদন জানান মিঠুন চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের জবাবে হাইকোর্টে আবেদনপত্রে অভিনেতা জানিয়েছিলেন, এই সংলাপ বলার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।

'মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে, আমিও মার্কিন প্রেসিডেন্ট হব', মন্তব্য সায়ন্তন বসুর

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় BJP-র মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, BJP-র প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে। BJP-তে যোগদানের পর থেকেই একের পর এক রোড শো-তে ঝড় তুলেছেন মিঠুন। তাঁর মুখে শোনা গিয়েছিল, 'আমি জলঢোঁড়াও নই, বেলেবড়াও নেই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি' রোড শোয়ে ফিল্মি সংলাপ বলতে দেখা যায় মিঠুনকে। ওই সংলাপ নিয়েই আপত্তি ওঠে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল