অ্যাপশহর

বাজি থেকে দূষণ! হঠাত্‍ করে সব দোষ বাজির হল কীভাবে? প্রশ্ন ব্যবসায়ীদের

বাজি ব্যবসায়ীদের বক্তব্য, হঠাৎ করে বাজির ধোঁয়া নিয়ে নেতিবাচক প্রচার বড় ক্ষতি ডেকে আনছে এই শিল্পে। রাজ্য বাজি ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক বাবলা রায়ের বক্তব্য, 'সাত মাস আগে করোনা ধরা পড়েছিল। তার পরে লকডাউন চলছে।

EiSamay 2 Nov 2020, 11:33 am
এই সময়: রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজির বাজারে হঠাৎই যেন বন্‌ধের চেহারা। ব্যবসায়ীরা সারি দিয়ে দোকানে বাজি সাজিয়ে রেখেছেন। কিন্তু ক্রেতা হাতেগোনা। অন্য বছর এই সময় চম্পাহাটি ও নুঙ্গির পাইকারি বাজার হাওড়ার ফুল বাজারের চেহারা নেয়। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন ধরে হঠাৎ করোনা পরিস্থিতিতে বাজি পোড়ানো বন্ধ করার দাবি উঠছে। সে কারণেই এই অবস্থা।
EiSamay.Com firecrackers
ফাইল ছবি


উৎসবের সময় ব্যবসা শুরুর মুখে মাথায় হাত রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ পরিবারের। সরকারি ভাবে রাজ্যে প্রতি বছর সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার বাজি ব্যবসা হয়। কিন্তু করোনার কারণে এখন বাজি শিল্প বন্ধ হওয়ার উপক্রম। রীতিমতো অশনি সঙ্কেত দেখছে এই শিল্পের সঙ্গে জড়িত সাড়ে সাত লক্ষ পরিবার।

এর মধ্যেই এবার কলকাতায় বাজি বাজার না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতা পুলিশের তরফে বাজি বাজারের দায়িত্বে থাকা ডিসি সুখেন্দু হীরা বলেছেন, 'এখনও পর্যন্ত বাজি বাজার বসানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।' যদিও অন্য এক অফিসার বলেন, এই আবহে এমনিতেই মেলা ও উৎসবের অনুমতি দেওয়া হচ্ছে না। সে দিক দিয়ে বাজি বাজার ওই গোত্রের একটি অনুষ্ঠান। তা ছাড়া বাজির ধোঁয়া নিয়ে যে প্রচার শুরু হয়েছে, সেখানে এই মেলা বা বাজার বসানো কতটা যুক্তিযুক্ত হবে, তা সব দিক দেখেই সিদ্ধান্ত নিতে হবে।

বাজি ব্যবসায়ীদের বক্তব্য, হঠাৎ করে বাজির ধোঁয়া নিয়ে নেতিবাচক প্রচার বড় ক্ষতি ডেকে আনছে এই শিল্পে। রাজ্য বাজি ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক বাবলা রায়ের বক্তব্য, 'সাত মাস আগে করোনা ধরা পড়েছিল। তার পরে লকডাউন চলছে। এত দিন ধরে কারও মনে হয়নি বাজি থেকে দূষণ ছড়াতে পারে। বাজির ধোঁয়ায় দূষণ করোনায় কতটা ক্ষতিকারক, সে সম্পর্কে কোনও সমীক্ষা নেই। এমনকী হু-র কোনও বক্তব্য নেই। তার সত্ত্বেও বাজির উপরে কোপ দেওয়ার একটা চেষ্টা চলছে।' এ নিয়ে হাইকোর্টে মামলা হলে তাঁরা মামলায় যুক্ত হবেন বলে জানিয়েছেন বাবলা।

নুঙ্গির বাজি ব্যবসায়ী সমিতির গোপাল দাস বলেছেন, 'অন্য বছর এই সময় পাইকারি ক্রেতাদের ভিড় রাস্তায় শুধু মানুষের মাথা দেখা যায়। কিন্তু এবার হঠাৎই একেবারে ক্রেতাশূন্য হয়ে গিয়েছে।' চম্পাহাটি বাজি ব্যবসায়ী সংগঠনের অন্যতম নেতা অর্জুন মণ্ডল আকাশ থেকে পড়ছেন এমন নেতিবাচক প্রচারে। তাঁর বক্তব্য, 'কিছু বুঝে ওঠার আগেই যে ভাবে সংবাদমাধ্যমে খবর ছড়াচ্ছে, তাতে দু'দিন ধরে এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে ব্যবসা।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল