অ্যাপশহর

শিশুপাচারে পুলিশি হানা মহানগরেও

শিশু বিক্রির অভিযোগে সিআইডি হানা দিল কলকাতাতেও৷

EiSamay.Com 24 Nov 2016, 1:31 pm
এই সময় : শিশু বিক্রির অভিযোগে সিআইডি হানা দিল কলকাতাতেও৷ বুধবার দুপুরে আমহার্স্ট স্ট্রিট সংলগ্ন সীতারাম ঘোষ স্ট্রিট ও বেহালার যে নাসিংর্‌হোম দু’টিতে হানা দেন সিআইডি অফিসারেরা , এলাকাবাসীর চোখেও অবশ্য সে -দু’টির ভাবমূর্তি বিশেষ ভালো নয়৷ আবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নার্সিংহোম থেকে উদ্ধার হওয়া শিশু দু’টির মায়েদের বুধবারও খোঁজ মেলেনি৷ যদিও শিশু পাচারচক্রে গ্রেন্তার বাদুড়িয়ার যদুরাটি উত্তরের বাসিন্দা বৈদ্য দম্পতির বাড়ির সামনে এ দিনও দেখা মিলেছে এক গর্ভবতী মহিলার৷ বৈদ্য -বাড়িতে তালা ঝুলতে দেখে ও নাজমা বিবির গ্রেন্তারের কথা শুনে দ্রুতই এলাকা ছাড়েন তিনি৷ বৈদ্য -দম্পতি গর্ভপাতের সঙ্গে জড়িত , এ কথা এলাকাবাসী জানলেও শিশু পাচারের সঙ্গে নার্সিংহোমের যোগের কথা অবশ্য আগে তাঁদের জানা ছিল না৷ তবে কয়েক বছর আগেও যে বৈদ্য পরিবারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা ছিল , তাদের দ্রুত অবস্থা বদল কারও নজর এড়ায়নি
EiSamay.Com police raid at every nurshing home in kolkata
শিশুপাচারে পুলিশি হানা মহানগরেও


বাদুড়িয়ার সূত্র ধরেই বুধবার দুপুরে আমহার্স্ট স্ট্রিটের শ্রীকৃষ্ণ নার্সিংহোমে হানা দেয় সিআইডি৷ পাড়ার পুরোনো বাসিন্দারা জানান , এই নার্সিংহোমের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ আগেও উঠেছে৷ বেআইনি ভাবে গর্ভপাত করানোরও অভিযোগ রয়েছে৷ এলাকার বাসিন্দা মোহিত গঙ্গোপাধ্যায় , সুরেশ চন্দ্ররা বলেন , ‘বেশ কয়েক বছর আগে বাচ্চা পাচারের অভিযোগ উঠেছিল৷ তখন নার্সিংহোম চালাতেন চিকিত্সক কৃষ্ণ চট্টোপাধ্যায়৷ পাড়ার পুজোর পুরো খরচ চালানোর প্রতিশ্রীতি দিয়ে গোলমাল এড়িয়েছিলেন কৃষ্ণবাবু৷’ নার্সিংহোমের বর্তমান প্রশাসনিক প্রধানকে আটক করে সিআইডি৷ তাঁর স্বামী আবার ইএম বাইপাসের ধারে এক নামী হাসপাতালে কর্মরত বলে জানিয়েছেন পাড়ার লোকজন৷ সিআইডি হানার পরেই নার্সিংহোমের কর্মীরা মূল ফটকে তালা ঝুলিয়ে বাইরের লোকজনের ভিতরে প্রবেশ বন্ধ করে দেন৷ শিশু পাচারে যোগের সন্দেহেই বেহালার সাউথ ভিউ নার্সিংহোমেও হানা দেন গোয়েন্দারা৷ নার্সিংহোমটির মালকিন পুতুল বন্দ্যোপাধ্যায় এলাকায় ‘বড়দি ’ হিসেবে পরিচিত৷

বেহালা চৌরাস্তার কাছে সত্যেন রায় রোডের নার্সিংহোমটিও সে কারণে ‘বড়দির নার্সিংহোম ’ নামে পরিচিত৷ আটক করা হয়েছে সেই ‘বড়দি ’ এবং আর এক কর্মী প্রভা প্রামাণিককে৷ দুপুর তিনটে নাগাদ সিআইডি আধিকারিকরা এই নার্সিংহোমে পৌঁছন৷ তাঁদের সাহায্য করেন কলকাতা পুলিশের টিম৷ গোয়েন্দারা জানিয়েছেন , বাদুড়িয়ায় ধৃতদের জেরা করেই পুতুল ও প্রভার নাম জানা যায়৷ গোয়েন্দারা জেনেছেন , বেহালার এই নার্সিংহোমেও কুমারি সন্তানসম্ভাবাদের পাঁচ -ছ’মাস ধরে রাখা হত৷ শিশু জন্মালে বিক্রি করে দেওয়া হত৷ এ ছাড়া মৃত শিশু জন্মেছে জানিয়ে জীবিত শিশু রেখেও পরে বিক্রি করা হত৷ অন্য দিকে , বাদুড়িয়া সোহান নার্সিংহোমে শিশু পাচার -কাণ্ডে সিআইডির হাতে ধরা পড়া বাগবুল বৈদ্য বছর তিনেক আগে যদুরাটি উত্তর গ্রামপঞ্চায়েতে কংগ্রেসের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে৷

বর্তমানে তাঁর দু’-দু’টি ঝ াঁ চকচকে বাড়ি৷ একটি বাদুড়িয়ার শ্রীরামপুরে৷ অন্যটি হাসপাতাল মোড়ে৷ বৈদ্য ক্লিনিক , বৈদ্য বস্ত্রালয়ও রয়েছে হাসপাতাল মোড়ে৷ ওই বৈদ্য ক্লিনিকেই ‘ডাক্তারি ’ চালাতেন বাগবুলের স্ত্রী , অষ্টম শ্রেণি অবধি পড়াশোনা করা নাজমা৷ গর্ভপাতে নাজমার যোগাযোগের কথা এলাকার অনেকে জানতেন৷ বুধবার দুপুরেও এক মহিলাকে নাজমা বিবির ক্লিনিকে খোঁজখবর করতে দেখা যায়৷ কিন্ত্ত শিশু পাচারেও যে বাগবুল -নাজমারা যুক্ত, জানতেন না মজিদ আলি , মনিরুল ইসলামদের মতো স্থানীয়রা৷ তাঁরা বাগবুল -নাজমাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷ মজিদ বলেন , ‘ওরা বেশ গরিব ছিল৷ মাত্র বছর খানেক আগে রাস্তার উপর ঝাঁ চকচকে বাড়ি করে৷ ’ সোহান নার্সিংহোমের লাইসেন্স প্রসঙ্গে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান আব্দুল হালিম মুন্সির সাফাই , ‘গত পঞ্চায়েত বোর্ডের আমলে নার্সিংহোম তৈরি হয়৷ কী ভাবে লাইসেন্স পেয়েছিল , জানা নেই৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল