অ্যাপশহর

হবু পুলিশদের দেদার ভাঙচুর সুরেন্দ্রনাথে

আইনরক্ষকের পদে চাকরি পাওয়ার পরীক্ষা দিতে এসে আইন ভাঙলেন প্রায় দু’হাজার পরীক্ষার্থী৷ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ব্যাগ রাখা নিয়ে তোলপাড় হল সুরেন্দ্রনাথ কলেজ৷

EiSamay.Com 17 Apr 2017, 9:58 am
এই সময়: আইনরক্ষকের পদে চাকরি পাওয়ার পরীক্ষা দিতে এসে আইন ভাঙলেন প্রায় দু’হাজার পরীক্ষার্থী৷ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ব্যাগ রাখা নিয়ে তোলপাড় হল সুরেন্দ্রনাথ কলেজ৷ ব্যাগ ও মোবাইল ফোন খুঁজে না -পেয়ে প্রায় হাজার দু’য়েক পরীক্ষার্থী ভাঙচুর চালাল কলেজে৷ পরীক্ষার জন্য কলেজে আসা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের তত্পরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচল কলেজ৷ অ্যাডমিট কার্ডে স্পষ্ট ভাবেই লেখা ছিল , কোনও ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না৷
EiSamay.Com police constable recruitment examination candidates vandalized surendranath college
হবু পুলিশদের দেদার ভাঙচুর সুরেন্দ্রনাথে


তবুও রবিবার বেলা ১২টা নাগাদ সুরেন্দ্রনাথ কলেজে পরীক্ষা দিতে আসা ১,৯৯৮ জন পরীক্ষার্থীর বেশির ভাগই পরীক্ষাকেন্দ্রে হাজির হয়েছিলেন হাতে মোবাইল ফোন ও কাঁধে ব্যাগ নিয়ে৷ কলেজের ২৬টা ঘরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ কলেজের কর্মীরা জানিয়েছেন , সাধারণত কলেজে কোনও পরীক্ষা হলে সামনের ফটক থেকে শুরু করে গোটা কলেজের দায়িত্ব তাঁদের হাতেই থাকে৷ কিন্ত্ত , রবিবারের পরীক্ষা পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল বলে কলেজের ফটকে পুলিশ মোতায়েন করা ছিল৷ পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই পরীক্ষার্থীদের সঙ্গের ব্যাগ ও মোবাইল ফোন কলেজ গেটে রাখার নির্দেশ পাওয়ার পর থেকেই বিরক্তি প্রকাশ করতে শুরু করেন পরীক্ষার্থীরা৷ এক ঘণ্টা পর পরীক্ষা শেষ হলে সবাই তড়িঘড়ি বেরিয়ে নিজের ব্যাগ খুঁজতে শুরু করেন৷

অল্প পরিসরের মধ্যে একসঙ্গে বহু পরীক্ষার্থীর ব্যাগ খোঁজার চেষ্টায় শুরু হয় হুড়োহুড়ি৷ অনেকেই নিজের ব্যাগ খুঁজে না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ চরম আকার ধারণ করে৷ উত্তেজিত পরীক্ষার্থীরা কলেজে ভাঙচুর শুরু করে৷ একটা দেওয়াল ঘড়ি ভাঙা হয়৷ ভেঙে দেওয়া হয় একটা নোটিশবোর্ডও৷ এরই মধ্যে পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা পানীয় জলের পাউচ ভর্তি বস্তা ফেটে গিয়ে জল বেরিয়ে ভিজে যায় বহু পরীক্ষার্থীর ব্যাগ৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হয় তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় -সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি৷ কলেজে উত্তেজনা ছড়াতেই স্থানীয় মুচিপাড়া থানায় খবর দেওয়া হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় বড়সড় পুলিশবাহিনী৷ কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , ‘আজ পরীক্ষার জন্য প্রায় ৭২ জন অশিক্ষক কর্মচারী ও ১০ -১২ জন অধ্যাপক হাজির ছিলেন৷ যদি সময়মতো আমরা না তত্পর হতাম তা হলে কলেজের অনেক বেশি ক্ষতি হত৷’ কলেজেরই কর্মী রাজেশ সাহা জানিয়েছেন , ‘পাশেই সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনে প্রায় ৮০০ পরীক্ষার্থী এসেছিলেন৷ কিন্ত্ত , ওঁরা নিজেদের ব্যাগ ঘরের বাইরে রাখতে পেরেছিলেন৷

তাই কোনও উত্তেজনা হয়নি৷ ’ পরীক্ষার শেষে কলেজ তোলপাড় হওয়া নিয়ে এই কলেজেরই এক কর্মী মোনালিসা দাশগুন্ত বলেন , ‘পাউচ ফেটে ওঁদের ব্যাগগুলো ভীষণ ভিজে গিয়েছে৷ অনেক পরীক্ষার্থীর অনেক দরকারি নথি একেবারে ভিজে গিয়েছে৷ অনেকেই তার জন্য কাঁদছিলেন৷ ব্যাগ রাখার বিষয়ে উপযুক্ত পরিকল্পনা করা উচিত ছিল পুলিশের৷ ’ ঝামেলা সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এলে অনেকেই নিজের ব্যাগ ফেলে পালিয়ে যান৷ পরবর্তীকালে সেই ব্যাগ মুচিপাড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ৷ পরীক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে জানান হয়েছে তাঁদের ব্যাগ ও নথি থানা থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল