অ্যাপশহর

আউটডোর বন্ধ হল মেডিক্যালে

রক্তরোগীরা বিকল্প হাসপাতাল নিয়ে চিন্তিত। কেননা, ন্যাশনাল ও আরজি করে হেমাটোলজি বিভাগ নেই। মেডিক্যাল বাদে শুধুমাত্র এনআরএসেই হেমাটোলজি বিভাগ রয়েছে।

EiSamay.Com 11 May 2020, 2:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রোজকার আউটডোর পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অর্থাৎ আজ, সোমবার থেকে ফিভার ক্লিনিক ছাড়া সব আউটডোর বন্ধ থাকবে সেখানে। জ্বর-শ্বাসকষ্টের রোগী এবং চিহ্নিত করোনা পজিটিভ ব্যক্তি ছাড়া বাকি সব ধরনের রোগীভর্তি অবশ্য রবিবার থেকেই সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে।
EiSamay.Com kolkata medical college
কলকাতা মেডিক্যাল কলেজ


শনিবার রাতে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের জারি করা আদেশনামা অনুযায়ী, অনির্দিষ্ট কালের জন্য এই দু’টি পরিষেবা আপাতত স্থগিত রাখা হচ্ছে মেডিক্যালে। যাঁরা নিয়মিত মেডিক্যালেই চিকিৎসা করান, তাঁদের ন্যাশনাল মেডিক্যাল অথবা আরজি করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যভবনের একটি সূত্র জানাচ্ছে, কয়েক দিন আগে মেডিক্যালকে সম্পূর্ণ রূপে কোভিড হাসপাতাল হিসেবে রূপান্তর করা হয়েছে। অন্যান্য রোগীরা বিভিন্ন শাখায় ডাক্তার দেখাতে এসে যাতে অনর্থক করোনার ঝুঁকির সম্মুখীন না-হন, সে জন্যই এই আউটডোর বন্ধের সিদ্ধান্ত। আপাতত শুধুমাত্র ফিভার ক্লিনিকটিই চলবে সেখানে।

জ্বর-সর্দি জাতীয় করোনার মতো উপসর্গ অথবা প্রবল শ্বাসকষ্টের (সারি) রোগীদের অবশ্য ফেরানো হবে না। মেডিক্যালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ স্বাক্ষরিত একটি আদেশনামা বলছে, ফিভার ক্লিনিকের পাশাপাশি এইচআইভি রোগীদের জন্য অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) পরিষেবাও চালু থাকছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল