অ্যাপশহর

ইস্যু CAA: কালী মন্দিরে মহাযজ্ঞ করে প্রতিবাদ তৃণমূল কাউন্সিলরের!

সরকারি সূত্রের খবর, শনিবার কামারহাটি ২৪ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি বিমল সাহা। বেলঘড়িয়ার দক্ষিণা কালী মন্দিরে পুজো দিলেন করলেন মহাযজ্ঞও। এ দিন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশে যাতে সংশোধিত নাগরিকত্ব ও এনআরসি বলবৎ না হয়। সেই করাণে তিনি এই যজ্ঞ করেছেন।

EiSamay.Com 22 Dec 2019, 12:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব গোটা দেশ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে গোটা দেশ। দল-মত নির্বিশেষে মিছিলে হেঁটেছেন অসংখ্য মানুষ। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে যাতে রাজ্যে নতুন করে হিংসা না ছড়ায়, সে জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করে দেওয়া হয় নবান্ন থেকে। আর সেই পথে হাঁটলেন কামারহাটি পুরসভার ২৪ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি বিমল সাহা।
EiSamay.Com দক্ষিণা কালী মন্দিরে পুজো
দক্ষিণা কালী মন্দিরে পুজো


সূত্রের খবর, শনিবার কামারহাটি ২৪ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি বিমল সাহা। বেলঘড়িয়ার দক্ষিণা কালী মন্দিরে পুজো দিলেন করলেন মহাযজ্ঞও। এ দিন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশে যাতে সংশোধিত নাগরিকত্ব ও এনআরসি বলবৎ না হয়। সেই করাণে তিনি এই যজ্ঞ করেছেন। সিএএ নিয়ে গোটা দেশ সহ রাজ্যে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেখানে রাজ্যে যাতে শান্তি ফিরে আসে তার জন্যই এই আয়োজন।

আরও পড়ুন: পিক আপ ভ্যানের পিছু ধাওয়া করে শুটআউট, পালিয়ে বাঁচালেন চালক-খালাসি!


তিনি আরও জানিয়েছেন,' CAA-র বিরুদ্ধে আমরা মিটিং মিছিলের সঙ্গে সঙ্গে পুজো ও যজ্ঞ করে কেন্দ্রের এই কালা আইনের প্রতিবাদ করছি এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবার জন্য সকলের কাছে আবেদন করছি।'

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাস্তা অবরোধ থেকে শুরু করে বাস, ট্রেন, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নি-সংযোগের ঘটনা ঘটছে। এ রাজ্যেও শুরুর দিকে কয়েকটি জেলায় হিংসার ঘটনা ঘটেছে। তার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগও ব্যাহত হয়। আন্দোলনের নামে হিংসা বন্ধে ইতিমধ্যেই প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার পথ ছেড়ে সবাইকে শান্তিপূর্ণ পথে আন্দোলন করতে বলেছেন।

আরও পড়ুন: নেটব্যানেও দমছে না প্রতিবাদ, অফলাইন অ্যাপেই 'লড়কে লেঙ্গে আজাদি'!

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল