অ্যাপশহর

Mamata Banerjee : দুর্গম দ্বীপে চিকিৎসা পৌঁছে দিতে চালু হচ্ছে বোট ক্লিনিক

প্রত্যন্ত দ্বীপাঞ্চলগুলিতে যাতে করে সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে রাজ্য সরকারের নয়া পদক্ষেপ।

হাইলাইটস

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যন্ত দ্বীপাঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বোট ক্লিনিক চালু করছে রাজ্য সরকার
  • লঞ্চের মধ্যে গড়ে উঠবে এই স্বাস্থ্যকেন্দ্র
  • এই ক্লিনিকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টরা থাকবেন
তাপস প্রামাণিক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যন্ত দ্বীপাঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বোট ক্লিনিক চালু করছে রাজ্য সরকার। লঞ্চের মধ্যে গড়ে উঠবে এই স্বাস্থ্যকেন্দ্র। এই ক্লিনিকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টরা থাকবেন। এ ছাড়াও সেখানে এক্স-রে, ইসিজি-সহ বিভিন্ন ধরনের টেস্টের সরঞ্জাম থাকবে। ভ্রাম্যমাণ ওই ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন দ্বীপাঞ্চলের বাসিন্দারা। ওই ক্লিনিকে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা এবং ক্যান্সার নির্ণয় করা যাবে। বিনামূলে মিলবে ওষুধও।
WB Govt Job: বেতন ₹40 হাজার, রাজ্যের স্বাস্থ্য বিভাগে চাকরির ব্যাপক সুযোগ! দ্রুত করুন আবেদন
স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষকর্তা জানান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনেক ছোট ছোট দ্বীপাঞ্চল রয়েছে। কিছু জায়গায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও বেশিরভাগ দ্বীপে সেই সুবিধা নেই। সে জন্যই এই সরকারি উদ্যোগে। বোট ক্লিনিক চালু হলে দ্বীপের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার আওতায় আনা যাবে।

Chokher Alo Scheme : 'চোখের আলো'য় সব জেলার জন্য টার্গেট
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, নামখানা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালির ১ ও ২ নম্বর ব্লকে এই ভ্রাম্যমাণ বোট ক্লিনিক চালু হবে। দক্ষিণ ২৪ পরগনায় একটি, ডায়মন্ড হারবার এবং বসিরহাট স্বাস্থ্য জেলায় যথাক্রমে দু'টি করে এবং বসিরহাট স্বাস্থ্য জেলায় দু'টি বোট ক্লিনিক চালু হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকায় এই প্রকল্প রূপায়িত হবে বলেই জানা গিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এই চিকিৎসাকেন্দ্র চালানোর জন্য কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। এর জন্য লঞ্চ, চিকিৎসা সরঞ্জাম জোগাড় করা, ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট নিয়োগ-সবই করতে হবে ওই এজেন্সিকে। তবে তাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কাজ করতে হবে। বোট ক্লিনিক চালানোর জন্য চুক্তির ভিত্তিতে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট নিয়োগ করা হবে।

New Town Kolkata: গতি বাড়ছে শহরের, শীঘ্রই উদ্বোধন সেক্টর ফাইভ থেকে নিউটাউন ফ্লাইওভারের
স্বাস্থ্য দপ্তরের হয়ে কাজ করলেও তাঁদের যাবতীয় দায়-দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট এজেন্সির উপর। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে যত রকমের ওষুধ সরবরাহ করা হয়, সেগুলো বোট ক্লিনিকে রাখা থাকবে। ভাসমান ক্লিনিকের গতিবিধি নিয়ন্ত্রণ করবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। মাসের শেষে এজেন্সিকে কাজের হিসেব দিতে হবে রাজ্য সরকারের কাছে। কাদের ক্লিনিকে নিয়োগ করা হয়েছে, সেটাও আগাম জানাতে হবে সরকারকে। মাঝপথে কোনও কর্মী বদল হলে সেটাও প্রশাসনের গোচরে আনতে হবে।

ভাসমান ক্লিনিকে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে সন্তানসম্ভবাদের স্বাস্থ্য পরীক্ষার উপর। মায়েদের রক্তাল্পতা, ডায়াবেটিস, প্রসবের সমস্যা এবং রক্তচাপ পরীক্ষা করা ছাড়াও এইচআইভি এবং সিফিলিস পরীক্ষার ব্যবস্থা থাকবে এই ক্লিনিকে। স্তন ক্যান্সার নির্ণয়েরও সুবিধা থাকবে। কোনও শিশু অপুষ্টিতে ভুগলে, তাদের আলাদা করে চিহ্নিত করা হবে। সদ্যোজাতরা সময় মতো টিকা পাচ্ছে কি না, তার উপরও নজরদারি চালানো হবে বোট ক্লিনিক থেকে।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর