অ্যাপশহর

Omicron কতটা ভয়াবহ? রক্ষা পাবেন কী ভাবে? পরামর্শে ডা: কুণাল সরকার

করোনার নতুন স্ট্রেন Omicron যখন দ্রুত গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে তখন এই ভ্যারিয়্যান্টের হাত থেকে কীভাবে সুরক্ষিত থাকা সম্ভব, এবার এই নিয়ে মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক ডা: কুণাল সরকার (Kunal Sarkar)। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন বিস্তারিত...

EiSamay.Com 28 Nov 2021, 9:06 pm

হাইলাইটস

  • সবে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে হাঁটছিল দেশ।
  • কিন্তু, নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে Omicron।
  • এবার করোনার এই নতুন স্ট্রেন কতটা মারাত্মক, কীভাবে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব, নিজেদের সুরক্ষিত রাখতে সাধারণ মানুষের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এবার এই যাবতীয় বিষয় নিয়ে মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার।


EiSamay.Com Kunal
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: সবে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে হাঁটছিল দেশ। কিন্তু, নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে Omicron। করোনার এই নতুন স্ট্রেন কোভিড টিকাকেও ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবার করোনার এই নতুন স্ট্রেন কতটা মারাত্মক, কীভাবে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব, নিজেদের সুরক্ষিত রাখতে সাধারণ মানুষের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, এবার এই যাবতীয় বিষয় নিয়ে মুখ খুললেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার।
তিনি বলেন, 'বৎসোয়ানায় এই ভ্যারিয়্যান্টটি ধরা পড়েছে এবং দক্ষিণ আফ্রিকার এই মুহূর্তে আতঙ্কের অন্যতম কারণ করোনার এই নতুন স্ট্রেন। প্রাথমিকভাবে নজরে রাখতে হবে এই স্ট্রেনটি যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে। আর এই জন্য সংশ্লিষ্ট প্রদেশে যেখানে এই ভ্যারিয়্যান্টটি ছড়াচ্ছে সেখানে যদি সম্ভব হয় পুরো এলাকাটিকে সিল করে সেখানেই চিকিৎসার ব্যবস্থা করা উচিৎ। '

কুণাল সরকার জানান, নতুন ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে তিনটি বিষয় দেখতে হবে- প্রথমত, কত দ্রুত স্ট্রেনটি ছড়িয়ে পড়ছে, তা আক্রান্তদের দেহে কতটা প্রভাব বিস্তার করতে পারছে এবং তা কোনওভাবে টিকাকে ফাঁকি দিচ্ছে নাকি। তিনি বলেন, ‘ এই ভ্যারিয়্যান্ট টিকাকে ফাঁকি দিচ্ছে বলে মনে করা হচ্ছে তা অত্যন্ত চিন্তার কারণ। সবার আগে প্রত্যেকটি ব্যক্তিকে নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। তাঁকে মাস্ক পরতে হবে। টিকার দুটি ডোজ নেওয়ার পরেও কোনওভাবেই যেন গা ছাড়া মনোভাব না থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে।’

এবার ভারতে Omicron আতঙ্ক, বেঙ্গালুরুতে পজিটিভ দক্ষিণ আফ্রিকা ফেরত ২ জন
এদিকে ধীরে ধীরে আন্তর্জাতিক উড়ান স্বাভাবিক হচ্ছিল। কিন্তু, এই ভ্যারিয়্যান্ট নতুন করে ছড়িয়ে পড়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের। ইতিমধ্যেই ভারতে দক্ষিণ আফ্রিকা ফেরত দুইজনের দেহে পাওয়া গিয়েছে করোনার এই নতুন স্ট্রেন। শনিবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। টিকাকরণের ক্ষেত্রে অনেক পিছিয়ে দক্ষিণ আফ্রিকা, দাবি বিশেষজ্ঞদের। ডা: কুণাল সরকার বলেন, ‘ভারত বা অন্যান্য দেশ যেখানে টিকা তৈরি হচ্ছে তাঁদের উচিত যে দেশগুলিতে টিকা সংকট দেখা যাচ্ছে তাদের টিকা সরবরাহ করা।’

টিকার বকেয়া দুই ডোজ নিয়ে বার্তা স্বাস্থ্যভবনের
অন্যদিকে, করোনার নতুন স্ট্রেন Omicron প্রসঙ্গে AIIMS-এর ডিরেক্টর ডা: রণদীপ গুলেরিয়া বলেন, 'এই ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে করোনার টিকা কাজ করে কিনা তা খতিয়ে দেখতে হবে। সকলকে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি যাঁরা করোনা টিকা নিচ্ছেন না তাঁদের সামনে এসে টিকা নিতে হবে।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল