অ্যাপশহর

কলকাতায় ফেডেরাল ফ্রন্টের হয়েই ব্যাট করলেন ওমর আবদুল্লা

দু-দিনের সফরে শুক্রবারই শহরে আসেন ওমর।

EiSamay.Com 27 Jul 2018, 9:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসে ফেডেরাল ফ্রন্টের হয়েই সওয়াল করলেন ন্যাশনাল ফনফারেন্সের প্রধান ওমর আবদুল্লা। দু-দিনের সফরে শুক্রবারই শহরে আসেন ওমর।
EiSamay.Com omar abdulla


২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মহাজোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতেই তাঁর শহরে আগমন। বৈঠকে জম্মু-কাশ্মীরের মানুষের জন্য তৃণমূল সুপ্রিমোর সমর্থন চান ন্যাশনাল ফনফারেন্সের নেতা।

পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আবদুল্লা অনুযোগের সুরে বলেন, দেশে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে। সংখ্যালুঘুদের গণপিটুনির প্রেক্ষিত উল্লেখ করে বলেন, অরাজকতা চলছে। এরপর ২০১৯ সাধারণ নির্বাচনের প্রসঙ্গ উঠলে, আবদুল্লা বলেন, বিজেপিকে রুখতে বিরোধী দলগুলিকে সঙ্ঘবদ্ধ হয়ে ফেডেরাল ফ্রন্ট গড়ে তুলতে হবে।

ইউপিএ আমলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে ভাবে উপত্যকার মানুষের কথা ভেবেছিলেন, তা স্মরণ করিয়ে দেন জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গের পর্যটন নিয়েও দু-জনের কথা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল