অ্যাপশহর

পুজোর শহরে অনাথ বাচ্চাদের ঘোরাবে এই ক্যাব সার্ভিস

দুর্গা পুজোর চারটে দিন ‘কল্লোলিনী তিলোত্তমা’-কে চেনাই দায়। লক্ষ আলোর মালায়, কোটি কোটি টাকা বাজেটের থিম পুজোর দাপটে রাস্তাঘাট থেকেও যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ে।

রজত কর্মকার | EiSamay.Com 27 Sep 2017, 5:56 pm
রজত কর্মকার
EiSamay.Com ola kolkata taking kids for pandal hopping
পুজোর শহরে অনাথ বাচ্চাদের ঘোরাবে এই ক্যাব সার্ভিস


দুর্গা পুজোর চারটে দিন ‘কল্লোলিনী তিলোত্তমা’-কে চেনাই দায়। লক্ষ আলোর মালায়, কোটি কোটি টাকা বাজেটের থিম পুজোর দাপটে রাস্তাঘাট থেকেও যেন গ্ল্যামার চুঁইয়ে পড়ে। এ সবের কয়েক যোজন দূরের গ্রহের বাসিন্দা এই বাচ্চারা। শহরের মধ্যে থাকলেও সেই আলোর মালা এদের জন্য নয়। এ পুজোর আগে পর্যন্ত অন্তত তেমনটাই হয়ে এসেছে। পরিবর্তনের শরৎ শেষ পর্যন্ত ওদের মুখে হাসি ফোটাল। সঙ্গী ওলা ক্যাব সার্ভিস।

হোপ কলকাতা ফাউন্ডেশন এবং আশির্বাদ বয়েজ হোম-এর সঙ্গে হাত মিলিয়ে ১০০-র বেশি প্রান্তিক বাচ্চাকে এ বছর শহরের বিভিন্ন নামী পুজোর মণ্ডপে ঘোরাবে তারা। সম্প্রতি চালু হওয়া ওলা রেন্টাল-এ ৮ ঘণ্টার জন্য যে কোনও দিন তারা সারা শহরে ঘুরে বেড়াতে পারবে। অপ্রত্যাশিত এই ঘটনায় খুশির অন্ত ছিল না তাদের।

শিশু মন অল্পেতে সন্তুষ্ট হয়। পরনে দামি পোশাক না থাকতে পারে, পায়ে দামি জুতোও না থাকতে পারে, তবে মনে যে তারা একরাশ আনন্দ নিয়ে এ বারের পুজো কাটাবে তা নিঃসন্দেহে বলা যায়।
লেখকের সম্পর্কে জানুন
রজত কর্মকার

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল