অ্যাপশহর

ব্যাগ, জলের বোতল নিয়ে স্কুলে ফিরে উচ্ছ্বাস

জিডি বিড়লা স্কুলের জুনিয়র সেকশন চালু হল শুক্রবার৷ গত সোমবার থেকে স্কুল বন্ধ থাকার পরে এ দিন ব্যাগ পিঠে , জলের বোতল ঝুলিয়ে দারুণ উত্সাহে ক্যাম্পাসে ফেরে খুদে পড়ুয়ারা৷

EiSamay 9 Dec 2017, 9:58 am
এই সময়: জিডি বিড়লা স্কুলের জুনিয়র সেকশন চালু হল শুক্রবার৷ গত সোমবার থেকে স্কুল বন্ধ থাকার পরে এ দিন ব্যাগ পিঠে , জলের বোতল ঝুলিয়ে দারুণ উত্সাহে ক্যাম্পাসে ফেরে খুদে পড়ুয়ারা৷ কেউ আসে মা -বাবার হাত ধরে , কেউ বা স্কুল বাসে চড়ে৷ স্কুলের শৌচালয়ে চার বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ সামনে আসার পরে গত ১ ডিসেম্বর থেকে ব্যাপক গোলমাল শুরু হয়৷
EiSamay.Com nursery to fifth grade of junior division re opens in gd birla center for education
ব্যাগ, জলের বোতল নিয়ে স্কুলে ফিরে উচ্ছ্বাস


অভিভাবকদের আন্দোলনের জেরে গত সোমবার স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার স্কুলের সিনিয়র সেকশনের পরে শুক্রবার জুনিয়র বিভাগেও শুরু হয় ক্লাস৷ গোলমালের পরে প্রথম দিনই খুদে পড়ুয়াদের স্কুলে পাঠানো নিয়ে কিছুটা শঙ্কিত ছিলেন অভিভাবকেরা৷ একদল অভিভাবককে নিজেদের মধ্যে সে কথা বলাবলিও করতে শোনা যায়৷ টেলিফোনে পরামর্শ করে , একে অন্যের সঙ্গে আলোচনা করে তারপরে মেয়েদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন বলেও তাঁরা জানান৷

গত এক সন্তাহ ধরে অধ্যক্ষা শর্মিলা নাথের অপসারণ ও গ্রেপ্তারির দাবিতে অভিভাবকদের একাংশকে সরব হতে দেখা গেলেও শুক্রবার কিন্ত্ত তাঁর প্রশংসাই শোনা গেল বাবা -মায়েদের গলায়৷ যদিও গত বুধবারের বৈঠকে শর্মিলাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে৷ আপাতত ছুটিতে আছেন তিনি৷ সিনিয়র সেকশনের পড়ুয়াদের পাশাপাশি শুক্রবার সকালে লোয়ার ইনফ্যান্ট থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরাও আসতে শুরু করে স্কুলে৷ বৃহস্পতিবার সিনিয়র সেকশন চালু হলেও এ দিন ওই বিভাগের অনেক বেশি সংখ্যক ছাত্রীকে হাজির হতে দেখা যায়৷ সেই সঙ্গে জুনিয়র সেকশনের পড়ুয়াদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো৷ খুদে খুদে চেহারাগুলো লাইন করে একে অন্যের কাঁধে হাত দিয়ে গুটিগুটি স্কুলের ভিতরে ঢোকে৷ অমু মজুমদার নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর কথায় , ‘আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে৷ খুব ভালো লাগছে৷ ’ পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মা মিলি পাল বলেন , ‘কবে স্কুলে ফিরবে , এ ক’দিন রোজ সে কথা জিজ্ঞাসা করেছে মেয়ে৷ ’

স্কুলে ফেরার আনন্দে এ দিন গেটের বাইরে দেখা যায় , ছাত্রীদের আনন্দ আর বাঁধ মানছে না৷ একে অন্যকে জড়িয়ে ধরে রীতিমতো লাফালাফি করতে থাকে কেউ কেউ৷ কেন যে এতদিন স্কুলটা বন্ধ ছিল , সেটাই বুঝতে পারেনি ওরা৷ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর প্রশ্ন, ‘আমাদের হাউসিংয়ের সব বন্ধুরা বলছে তোদের স্কুলটা খারাপ হয়ে গেছে৷ কী হয়েছে গো আমাদের স্কুলের ?’ অভিভাবকরাও জানান , টিভিতে ঘুরিয়ে ফিরিয়ে অভিযুক্ত শিক্ষকদের দেখে ওদের প্রশ্ন কী হয়েছে ? স্যারকে কেন দেখাচ্ছে ? অভিভাবকদের একটা অংশ জানান , অধ্যক্ষাকে তাঁদের পছন্দ৷ কঠোর ব্যক্তিত্বের মানুষ হলেও তাঁর ব্যবহার ভালো৷ অধ্যক্ষা তাঁদের মেয়েদের ‘রোল মডেল’ বলেও জানান কোনও কোনও অভিভাবক৷ তবে স্কুলের নিরাপত্তা যে আরও বাড়ানো উচিত , সে ব্যাপারে তাঁরা একমত৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল