অ্যাপশহর

নুপূরছন্দার সুরেলা সফরে চাঁদের হাট

'আমার দেশ' আসলে একটি মিউজিক্যাল জার্নি।

EiSamay.Com 3 Aug 2018, 6:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে রবীন্দ্র সদনে হয়ে গেল এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল 'আমার দেশ'। শিল্পী নুপূরছন্দা ঘোষের গলায় শোনা গেল অসাধারণ কিছু গান।
EiSamay.Com নুপূরছন্দা ঘোষ
নুপূরছন্দা ঘোষ


'আমার দেশ' আসলে একটি মিউজিক্যাল জার্নি। দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুলপ্রসাদ সেনের গান নিয়েই এই যাত্রা। বৃহস্পতিবার তাঁদেরই সৃষ্টি করা কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করলেন শিল্পী নুপূরছন্দা ঘোষ।

সঙ্গীতসন্ধ্যায় বাড়তি মাত্রা যোগ করেছিলেন আবৃত্তিকার রেজাউল হোসেন ও রত্না সাহা।

সিডি প্রকাশ


অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ৭০ জন ছাত্রছাত্রীর সঙ্গে গান পরিবেশন করেন শিল্পী নুপূরছন্দা ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টচার্য-সহ একাধিক বিশিষ্টজন। শিল্পী নুপূরছন্দা ঘোষের একটি দেশাত্মবোধক গানের সিডি এদিন প্রকাশিত হয়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল