অ্যাপশহর

পেট্রল-ডিজেলে ₹১/লিটার কমাচ্ছে বাংলা, ‘কেন্দ্রীয় সেস’ প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর

অবিলম্বে 'কেন্দ্রীয় ট্যাক্স ও সেস' বাবদ টাকা কমানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 11 Sep 2018, 4:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেলের লিটার প্রতি দামে ₹১ করে ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘₹৪৮ হাজার কোটির ঋণ শোধে’র মধ্যেও সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য VAT-এর হার কমানোয়, পেট্রলের সম্ভাব্য দাম হল ₹৮২.৬১/লিটার এবং ডিজেলের লিটার প্রতি সম্ভাব্য দাম হল ₹৭৪.৮২।
EiSamay.Com মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ফটো
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ফটো


পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে 'কেন্দ্রীয় ট্যাক্স ও সেস' বাবদ টাকা কমানোর দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে তেলের দাম কমছে না। বরং রোজ দাম বাড়ছে। সেস-এর ভাগ রাজ্য পায় না। তাও কেন্দ্র ন'বার সেস বাবদ টাকা বাড়িয়েছে। ২০১৬-র জানুয়ারিতে পেট্রল ছিল ₹৬৫.১২। ২০১৮-র সেপ্টেম্বরে তা হয়েছে ₹৮১.৬০। সাধারণ মানুষকে শুধু হেনস্থা করা হচ্ছে।' প্রসঙ্গত, বর্তমানে লিটার প্রতি পেট্রলে প্রায় ₹২০ কেন্দ্রীয় উৎপাদন শুল্ক দিতে হয়।

দেখুন ভিডিয়ো: এক-দু টাকা ছাড়ে কিছু হবে না: মমতা

গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছিলেন, 'পেট্রোলিয়ামের সীমিত জোগানের জন্য দাম বাড়ছে। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।' এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে এই অবস্থা। দাম নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্র। দেশবাসীকে বিপদে ফেলা হচ্ছে।'

পড়ুন: রাজস্থানের পর পেট্রল-ডিজেলে VAT-এ ছাড় অন্ধ্রের, বাংলায় কবে?

সম্প্রতি পেট্রল-ডিজেলের দামে রাজ্যের VAT কমিয়েছে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। একই পথে হাঁটার কথা মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'যে যে রাজ্যে নির্বাচন সামনে, সেখানেই ₹২ করে দাম কমানো হচ্ছে। যেমন, অন্ধ্রপ্রদেশে সামনেই নির্বাচন রয়েছে। আবার তামিলনাড়ু তো বলেই দিয়েছে, দাম কমাতে পারবে না। আমাদের সরকারকে ₹৪৮ হাজারের ঋণের বোঝা শোধ করতে হচ্ছে। তবু আমাদের মতো আমজনতার কথা কেউ ভাবে না।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল