অ্যাপশহর

তিস্তাপারেই নতুন বৃত্তান্ত লিখতে মিলিয়ে গেলেন দেবেশ রায়

বিশিষ্ট ঔপন্যাসিক দেবেশ রায় প্রয়াত। কলকাতার এক নার্সিংহোমে বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। ডিহাইড্রেশানজনিত সমস্যার কারণে বুধবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

EiSamay.Com 15 May 2020, 2:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তিস্তাপারে এখন বিরাজ করছে অন্য রকম শান্তি। লকডাউনের জেরে অনন্য সৌন্দর্য নিয়ে হাজির তিস্তা।এ সবের মাঝেই চিরকালের জন্য চলে গেলেন তিস্তাপারের বৃত্তান্তের সৃষ্টিকর্তা। বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায় আর নেই। তাঁর অসংখ্য কালজয়ী উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ পিছনে ফেলে বুধবার রাতে চলে গেলেন তিনি।
EiSamay.Com Debesh ROY
সাহিত্যিক দেবেশ রায়।


তেঘরিয়ার এক নার্সিংহোমে মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছিল সোডিয়াম, পটাসিয়ামের সমস্যার জন্য। সে দিনই ভেন্টিলেশনে চলে যান বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক। এ দিন রাত দশটা পঞ্চাশে প্রয়াত হলেন তিনি, ৮৪ বছর বয়সে। লকডাউনের মাঝে তাঁর অসংখ্য অনুরাগীদের শোকস্তব্ধ করে।

এমনিতে দু’তিন আগেও সক্রিয় ছিলেন দেবেশবাবু। মাস দুয়েক আগে অসুস্থ সাহিত্যিক শঙ্খ ঘোষকে দেখতে যান। দু’তিন দিন হল অসুস্থ হয়েছিল। আজ, শুক্রবার সকাল সওয়া আটটায় দেবেশ রায়ের দেহ আনা হবে বাগুইহাটির বল্মীকি আবাসনে, যেখানে তিনি থাকতেন। সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হবে রতনবাবুর ঘাটে।

দেবেশবাবুর স্ত্রী কাকলি দেবী ২০১৭ সালে প্রয়াত হয়েছেন। একমাত্র ছেলে দেবর্ষি থাকেন বরোদায়। লকডাউনের জন্য তিনিও আসতে পারবেন না।

সাহিত্যিক মহলে ‘লেখকদের লেখক’ বলা হতো দেবেশবাবুকে। তাঁর নিজস্ব লেখার স্টাইল এক অন্য ঘরানা তৈরি করে বাংলা সাহিত্যে। যা ভেঙে দেয় প্রচলিত ধারা।

১৯৯০ সালে তিস্তাপারের বৃত্তান্তের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। ঔপন্যাসিক, প্রবন্ধকার, গল্পকারের পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় মনে রাখবে বাঙালি। ১৯৭৯ সাল থেকে এক দশক তিনি সম্পাদনা করেছেন ‘পরিচয়’ পত্রিকা। অনেক লেখক তৈরি করেছেন সে সময়।

তাঁর জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে। কিন্তু বেড়ে ওঠার সূত্রে উত্তরবঙ্গ ছিল তাঁর অন্যতম প্রেম। লেখার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়ে একটা সময় ট্রেড ইউনিয়ন করেছেন চুটিয়ে। তাঁর প্রথম উপন্যাসের নাম যযাতি। বাংলা সাহিত্যে চিরকাল বেঁচে থাকবে তাঁর অসংখ্য উপন্যাস—বরিশালের যোগেন মণ্ডল, মানুষ খুন করে কেন মফস্বলী বৃত্তান্ত, সময় অসময়ের বৃত্তান্ত, লগন গান্ধার, আত্মীয় বৃত্তান্ত। বাংলা সাহিত্যের এক অন্য ইতিহাসের বৃত্তান্ত শেষ হয়ে গেল দেবেশ রায়ের প্রয়াণে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল