অ্যাপশহর

ব্যালটের জন্যে যৌথ লড়াইয়ে মমতার পাশে রাজ ঠাকরে

গত ২১ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শহিদ দিবসের সভা থাকে ইভিএম নয় ব্যালট চাই, এই দাবিতে সরব হয়েছেন। সেই দাবিকে আরও জোরাল করতে আগামী ২১ অগাস্ট মহারাষ্ট্রে একটি সভা ডেকেছে এমএনএস।

EiSamay.Com 31 Jul 2019, 5:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইভিএম, ভিভিপ্যাট নয় দেশজুড়ে গণতন্ত্র রক্ষা করতে ব্যালটে হোক ভোট। বুধবার ইভিএম এর বদলে ব্যালট ফেরানোর দাবিতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে এমনটাই বললেন নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। এদিন রাজ ঠাকরে বলেন, দেশজুড়ে সঙ্কটে দাঁড়িয়ে গণতন্ত্র। সেই সঙ্কটের একটি দিক হল ইভিএম-এ নির্বাচন। MNS প্রধান বলেন, ইতমধ্যে গত ২১ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শহিদ দিবসের সভা থাকে ইভিএম নয় ব্যালট চাই, এই দাবিতে সরব হয়েছেন। সেই দাবিকে আরও জোরাল করতে আগামী ২১ অগাস্ট মহারাষ্ট্রে একটি সভা ডেকেছে এমএনএস।
EiSamay.Com Mamata_Thakera_meet


পাশাপাশি রাজঠাকরে বলেন, ইভিএম নয় ব্যালটে ভোট এই প্রসঙ্গে ইতোমধ্যে তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কথা বলেছেন। পাশাপাশি আগামী দিনে তিনি দেশের অন্য সব অবিজেপি দলের নেতাদের সঙ্গেও দেখা করে কথা বলবেন। যদিও এই বিষয়ে তিনি আদালতের স্বারস্থ হবেন কি না সেই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ ঠাকরের সাফ জবাব, দেশের আদালত ও নির্বাচন কমিশনের ওপর তিনি বিশ্বাস ও আস্থা দুই হারিয়েছেন।

অন্য দিকে এদিন আগামী ২১ অগাস্ট ইভিএম নয় ব্যালটের দাবিতে মহারাষ্ট্রের আয়োজিত সভায় তৃণমূল কংগ্রেস থাকাবে বলেও জানান তৃণমূনেত্রী। পাশাপাশি দেশজুড়ে যে ভাবে সিবিআই-কে কাজে গালিয়ে দেশের শিল্পপতিদের ভয় দেখানো হচ্ছে সেই প্রসঙ্গেও এদিন আবারও আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল