অ্যাপশহর

পুজোর আগেই হলিডে ইন হোটেল নিউ টাউনে

আগামী দেড় মাসের মধ্যে শহরে চালু হচ্ছে আরও একটি পাঁচতারা হোটেল৷

EiSamay.Com 31 Aug 2016, 12:44 pm
এই সময় : আগামী দেড় মাসের মধ্যে শহরে চালু হচ্ছে আরও একটি পাঁচতারা হোটেল৷
EiSamay.Com new five star hotel to open in new town
পুজোর আগেই হলিডে ইন হোটেল নিউ টাউনে


কলকাতার অন্যতম রিয়্যাল এস্টেট সংস্থা জৈন গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতায় প্রথমবার প্রবেশ করছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস্ গ্রুপ (আইএইচজি )৷ দুর্গাপুজো নাগাদ নিউ টাউন -রাজারহাটে খুলে যাচ্ছে হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট৷

আগামী তিন বছরের মধ্যে দুর্গাপুর ও শিলিগুড়িতেও হলিডে ইন ব্র্যান্ডে পাঁচ তারা হোটেল খোলার পরিকল্পনা করেছে জৈন গোষ্ঠী৷ জৈন গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর ঋষি জৈন বলেন , ‘আমাদের লক্ষ্য , দুর্গাপুজোর আগেই নিউ টাউনের হোটেল খোলা৷ যদি , তা না হয় , সে ক্ষেত্রে দীপাবলির আগে অবশ্যই হোটেলটি চালু হয়ে যাবে৷ দুর্গাপুর ও শিলিগুড়ির দুটি হোটেলে আমরা সব মিলিয়ে ১৪০ কোটি টাকা মতো বিনিয়োগ করব৷ কলকাতা বিমানবন্দরের সবথেকে কাছে আমাদের এই ১৩৭ ঘরের হোটেল বিজনেস ও লিজার ট্রাভেলার্সদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে বলে আমরা আশাবাদী৷ ’কিন্ত্ত , রাজ্যে যেখানে বৃহত্ শিল্প ক্ষেত্রে বড়সড় বিনিয়োগ আসছে না , তথ্য প্রযুক্তি শিল্প ক্ষেত্রেও অগ্রগতির হার বিরাট কিছু নয় , সেখানে বিজনেস ট্রাভেলার্স আসাটা কি সত্যি বাড়বে ? জবাবে হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট-এর জেনারেল ম্যানেজার কেনেথ স্কটের যুক্তি , ‘আসলে গোটা শহরটাই রাজারহাটে চলে যাচ্ছে৷ এমনকি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টও নিউটাউনের দিকে সরছে৷ আর সব থেকে বড় কথা দেশের বিমানবন্দরগুলির কাছে যে সমস্ত হোটেল রয়েছে , প্রত্যেকটি ভালো ব্যবসা করছে৷ পাশাপাশি , নিউটাউন ও তার সন্নিহিত এলাকায় ইতিমধ্যেই যে সংস্থাগুলি রয়েছে , তার মধ্যে প্রথম ৫০ -টিকে বেছে নিয়ে বিজনেস ট্রাভেলার্স আমাদের হোটেলে নিশ্চিত করার ব্যাপারে আলোচনা চালাচ্ছি৷ এ ব্যাপারে আইএইচজি -র আন্তর্জাতিক বিপণন ও বিক্রয় পারদর্শিতা আমাদের অন্যতম প্রধান অস্ত্র৷ ’

একই সঙ্গে বিয়ের পার্টির বাজার ধরাও তাঁদের অন্যতম ব্যবসায়িক লক্ষ্য বলে তিনি জানিয়েছেন৷ কলকাতার হোটেলে সব মিলিয়ে ২০০ জনের চাকরি হবে৷ বছর দুয়েক আগে ১৫টি হোটেল খোলার জন্য আইএইচজি -র সঙ্গে মউ স্বাক্ষর করে জৈন গোষ্ঠী৷ সেই মউ চুক্তি অনুযায়ী , হোটেলগুলির মালিকানা থাকবে জৈন গোষ্ঠীর হাতে৷ তবে পরিচালনার দায়িত্বে থাকবে আইএইচজি৷ তবে শিলিগুড়ি ও দুর্গাপুরের হোটেল দুটি হবে অপেক্ষাকৃত ছোট , ৮০ থেকে ১০০ ঘরের৷ ঋষির দাবি , কলকাতায় বর্তমানে পাঁচতারা হোটেলগুলিতে সব মিলিয়ে ঘরের সংখ্যা এক হাজারের মতো , যেগুলি বছরের মধ্যে ১২০ দিন সম্পূর্ণ ভর্তি থাকে৷ তিনি বলেন , ‘আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই ঘরের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে এবং আমি নিশ্চিত সেই হারের থেকেও বেশি হারে পাঁচতারা হোটেলের ঘরের চাহিদা বাড়বে৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল