অ্যাপশহর

বিশেষ অ্যাপ চালু সরকারি পরিষেবায়

জেলা প্রশাসনের শীর্ষকর্তারাও তা দেখতে পারবেন। পরিদর্শনকারী আধিকারিক এ নিয়ে কোনও মন্তব্য করে থাকলেও নজরে পড়বে তাঁদের। সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে পারবেন তাঁরা। জেলাশাসক বিজয় ভারতী বলেন, 'প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি। জেলা প্রশাসনের আধিকারিকরা এর মাধ্যমে নজরদারি চালাতে পারবেন। আবার, কোথায় কোন প্রকল্পের কাজ চলছে, কোথায় কোথায় আধিকারিকরা সরকারি প্রকল্প পরিদর্শনে গিয়েছেন, সে সব সংক্রান্ত তথ্য অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন সাধারণ মানুষ।'

EiSamay.Com 24 Feb 2020, 10:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাতের মুঠোয় বিভিন্ন সরকারি প্রকল্প। অ্যান্ড্রয়েড মোবাইলে হাতের স্পর্শে নজরদারি চালাতে পারবেন জেলার বিভিন্ন আধিকারিক। এমনকী 'রিয়েল টাইম' নজরদারিও সম্ভব হবে ওই বিশেষ অ্যাপের সাহায্যে। সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এক অনুষ্ঠানে এই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা হয়। অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'সমীক্ষা'। পরিদর্শনে গিয়ে কোনও বিষয়ে ত্রুটি বা ঘাটতি নজরে এলে অ্যাপের মাধ্যমে তা ছবি-সহ আপলোড করতে পারবেন আধিকারিকরা।
EiSamay.Com viewimage
-


জেলা প্রশাসনের শীর্ষকর্তারাও তা দেখতে পারবেন। পরিদর্শনকারী আধিকারিক এ নিয়ে কোনও মন্তব্য করে থাকলেও নজরে পড়বে তাঁদের। সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে পারবেন তাঁরা। জেলাশাসক বিজয় ভারতী বলেন, 'প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটি। জেলা প্রশাসনের আধিকারিকরা এর মাধ্যমে নজরদারি চালাতে পারবেন। আবার, কোথায় কোন প্রকল্পের কাজ চলছে, কোথায় কোথায় আধিকারিকরা সরকারি প্রকল্প পরিদর্শনে গিয়েছেন, সে সব সংক্রান্ত তথ্য অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন সাধারণ মানুষ।'

পরের খবর