অ্যাপশহর

তদন্ত দ্রুত শেষ করতে বলল কোর্ট

সব জল্পনার অবসান ঘটিয়ে মামলা হওয়ার ঠিক এক বছরের মাথায় শুক্রবার নারদ মামলার দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ শুধু দায়িত্ব দিয়েই দায় সারেনি , আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিবিআইকে যাবতীয় নথি হাতে নিতে বলেছে৷

EiSamay.Com 18 Mar 2017, 8:04 am
এই সময়: সব জল্পনার অবসান ঘটিয়ে মামলা হওয়ার ঠিক এক বছরের মাথায় শুক্রবার নারদ মামলার দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট৷ শুধু দায়িত্ব দিয়েই দায় সারেনি , আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিবিআইকে যাবতীয় নথি হাতে নিতে বলেছে৷ তার পর ৭২ ঘণ্টার মধ্যে অনুসন্ধান শেষ করে গুরুত্ব বুঝে এফআইআর করারও নিদান দিয়েছে হাইকোর্ট৷ প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে , এমন গুরুতর অভিযোগ প্রমাণিত হলে এক মুহূর্তও ওই সব নেতা -মন্ত্রী -পুলিশ অফিসারের পদে থাকার এক্তিয়ার নেই
EiSamay.Com narada case the investigation will end quickly court said
তদন্ত দ্রুত শেষ করতে বলল কোর্ট


প্রাথমিক ভাবে আদালত অভিযোগের সত্যতা পেয়েছে বলেও পরিষ্কার উল্লেখ করা হয়েছে ৫৮ পৃষ্ঠার রায়ে৷ ডিভিশন বেঞ্চ নজিরবিহীন ভাবে রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করেছে৷ একইসঙ্গে সিবিআইকেও দ্রুত তদন্ত শেষ করতে বলেছে৷ যদিও হাইকোর্ট রায় ঘোষণার দু’ঘণ্টার মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন , সরকার এবং তৃণমূল এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করবে৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন , ‘এই রায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ ’গত বছর বিধানসভা ভোটের কিছু দিন আগে ১৪ মার্চ একটি স্টিং অপারেশনের ভিডিয়ো ফুটেজ মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়৷ যেখানে তৃণমূলের ১১ জন সাংসদ -মন্ত্রী -বিধায়ক ও এক পুলিশ অফিসার মিলিয়ে ১২ জনকে হাত পেতে টাকা নিতে দেখা যায়৷ বিনিময়ে ব্যবসায়ী ভেকধারী সাংবাদিককে সরকারের ক্ষমতার অলিন্দে ঢোকার সুযোগ করে দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় বেশ কয়েকজন নেতা -মন্ত্রীকে৷

আবার তত্কালীন বর্ধমানের পুলিশ সুপার এসএমএইচ মির্জা নিজেকে এই সরকারের প্রভাবশালীদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জাহির করেন৷ যদিও মামলায় তাঁদের আইনজীবীরা এবং রাজ্য সরকারের কৌঁসুলিরা কখনও ওই টাকা নেওয়াকে ‘অনুদান ’ বলেন , কখনও নারদ ভিডিয়োর সাংবাদিক ম্যাথু স্যামুয়েল নেতাদের হাতে টাকা গুঁজে দিয়ে ছবি তুলে রাজনৈতিক ভাবে তৃণমূলের বদনামের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন৷ যদিও রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকায় চড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছে আদালত৷ সেখানে পুলিশকে ওই সব নেতা -মন্ত্রীর হাতে থাকা সুতোয় বাঁধা ‘পুতুল ’ বলে উল্লেখ করেছে আদালত৷ চণ্ডীগড় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট উল্লেখ করে আদালত জানিয়ে দিয়েছে , তাদের পাঠানো ৭৩টি ভিডিয়ো ক্লিপিংসের মধ্যে ৪৭টিতে কোনও বিকৃতি নেই এবং কারচুপি করা হয়নি৷ বাকিগুলি খোলাই যায়নি৷

ভিডিয়োয় দেখা নেতা -মন্ত্রীদের প্রসঙ্গ উল্লেখ করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ , এঁরা প্রত্যেকেই প্রভাবশালী এবং উচ্চ পদমর্যাদার৷ একজন পুলিশ অফিসারের নামও এর সঙ্গে জড়িয়ে আছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশ কার্যত হাত গুটিয়ে থেকেছে৷ তাই সিবিআই ছাড়া অন্য কোনও সংস্থার কথা তদন্তের জন্য ভাবতে পারছে না হাইকোর্ট৷ এতদিন শুনানিতে রাজ্য সরকার এবং এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী একই ভাবে অভিযোগ করেছেন , আদালত তাঁদের তদন্তে বাধা দিয়েছে৷ হাইকোর্ট যুক্তি দিয়ে সেই অভিযোগ নস্যাত্ করেছে৷ আদালতের যুক্তি , ভিডিয়ো প্রকাশ্যে আসার পরদিন শ্যামপুকুর থানায় তদন্ত চেয়ে অভিযোগ দায়ের হয়৷ তার পরদিন আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়৷ তার তিন দিন পরে আদালত মামলাটি গ্রহণ করে৷ পুলিশ বা রাজ্য যদি মনে করত তা হলে সেই সময়ের মধ্যে তদন্ত শুরু করতে পারত৷ একধাপ এগিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন , শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী নিউ মার্কেট থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করতেই পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে ম্যাথুর বিরুদ্ধে (৪১ এ ধারায় ) নোটিস জারি করল৷

অথচ বিস্ময়কর ভাবে শ্যামপুকুর থানায় অনেক আগে দায়ের হওয়া অভিযোগ নিয়ে সামান্য তত্পরতা দেখা গেল না পুলিশের৷ শুধু অপরাধ আর আইনের কথাই নয় , আদালত এর সামাজিক প্রভাব নিয়েও মন্তব্য করেছে৷ আদালত বলেছে , এমন ছবি সমাজের উপর বিরূপ প্রভাব ফেলবে৷ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সিবিআইকে তদন্তভার দেওয়া হল বলে মন্তব্য করেছে কোর্ট৷

পুলিশ অফিসার মির্জাকে এখনই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সরকার যাতে দ্রুত তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে সেই নির্দেশও রাজ্যকে দিয়েছে হাইকোর্ট৷ ওই বিতর্কিত অফিসার বর্তমানে ব্যারাকপুরে রাজ্য পুলিশের রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে রয়েছেন৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল