অ্যাপশহর

DA Update West Bengal: ধর্মঘটে প্রভাব পড়েনি, উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে যাঁরা অনুপস্থিত ব্যবস্থা নেওয়া হবে: নবান্ন

রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘট নিয়ে দিন শেষে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 10 Mar 2023, 9:52 pm
West Bengal DA Protest: দিনভর বকেয়া ডিএ-এর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশের ডাকা ধর্মঘট (DA Protest) নিয়ে দিনভর উত্তাল রাজ্য। দিনশেষে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানাল, ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি হাজিরায়।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, বকেয়া ডিএ-এর (Pending DA) দাবিতে রাজ্য জুড়ে বনধের প্রভাব আদতে কোনও সরকারি দফতরে পড়েনি। প্রতি দফতরে গড় হাজিরা ছিল ৯০ শতাংশের মতো। বাকি অনুপস্থিতির মধ্যে সিংহভাগেরই উপযুক্ত কারণ ছিল বলে দাবি নবান্নের।

হাজিরা সন্তোষজনক থাকলেও, কড়া পদক্ষেপের পথ থেকে সরছে না রাজ্য সরকার। বাকি যেসব কর্মীরা উপযুক্ত কারণ ছাড়া এদিন অনুপস্থিত থাকা কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। প্রেস বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে বলা হয়েছে ৯ মার্চের নোটিফিকেশন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হবে।

West Bengal Government DA News Today: বকেয়া DA-র দাবিতে ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নবান্নর

ধর্মঘট রুখতে হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবারই একটি নির্দেশিকা জারি করেছিল নবান্ন। শুক্রবার কোনওভাবেই কোনও ক্যাজুয়াল লিভ বা অর্ধদিবস বা পূর্ণ দিবসের ছুটি নেওয়া যাবে না। এরপরেও কেউ উপযুক্ত কারণ ছাড়া অফিসে গরহাজির থাকলে সেক্ষেত্রে ব্রেক ইন সার্ভিস সহ একদিনের বেতন কেটে নেওয়া হবে।

এদিন হাজিরা ছিল বাধ্যতামূলক। তবে কিছু কিছু ক্ষেত্রে এদিন উপস্থিতিতে ছাড় ছিল। যেমন, কেউ মাতৃত্বকালীন ছুটিতে থাকলে, অথবা গুরুতর অসুস্থ থাকলে, আগে থেকেই কয়েকদিন অনুপস্থিত থাকলে অথবা পরিবারে কারও মৃত্যু ঘটলে-এসব ক্ষেত্রে এদিন অনুপস্থিতিতে ছাড় ছিল।

DA Protest Latest News : কঠোর সরকার, ধর্মঘটে অনড় আন্দোলনকারীরা

জানা গিয়েছে, এদিন হাজিরা নিয়ে অত্যন্ত কড়া ছিল নবান্ন। সূত্রের খবর, নজিরবিহীনভাবে এদিন দিনের বিভিন্ন সময় চারবারেরও বেশি হাজিরা পরীক্ষা করে তার রিপোর্ট বানানো হয়েছে। সব জেলাকেই এদিন সমস্ত দফতরের হাজিরার রিপোর্ট নবান্নকে পাঠাতে হয়েছে।

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ধর্মঘট সফল। ৯০ শতাংশ কর্মচারী এদিন ধর্মঘটে সামিল হয়ে তা সফল করেছেন। একইসঙ্গে আন্দোলনকারীদের দাবি, বিভিন্ন জায়গায় শাসকদলের লোকেরা প্ররোচনা দিয়ে অশান্তি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু আন্দোলনকারীরা সেই ফাঁদে পা দেননি।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর