অ্যাপশহর

প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, খবর পেতেই এলেন রাজীব

কুণাল ঘোষের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখা গেল বিজেপি নেতা রাজীবকে... পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের প্রয়াণের খবর পেয়ে ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছে যান রাজীব বন্দ্যোপাধ্যায়...

EiSamay.Com 13 Jun 2021, 8:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পুরনো সতীর্থর মাতৃবিয়োগের খবর পেতেই সমস্ত বিভেদ ভুলে ছুটে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পমন্ত্রী তথা তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায় প্রয়াণের খবর পেতেই শোকসন্তপ্ত এককালের সহকর্মীর পাশে দাঁড়াতে নাকতলার বাড়িতে পৌঁছন রাজীব। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
EiSamay.Com rajib banerjee 2
Picture Courtesy-Twitter


রবিবার দুপুর তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯১ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন শিবানী দেবী। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতাই তাঁর মৃত্যুর কারণ।

প্রয়াত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা, খবর পেয়েই ছুটে গেলেন অভিষেক

কুণাল ঘোষের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। আরও এক শীর্ষ তৃণমূল নেতার বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু শোরগোল। শনিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে দেখা যায় এই বিজেপি নেতাকে। তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাৎ 'নিছকই সৌজন্য' বলে মন্তব্য করলেন রাজীব। এই প্রসঙ্গে রাজীব বলেন, 'আমার এক আত্মীয় অসুস্থ । তাঁর বাড়িতে গিয়েছিলাম। কুণালের সঙ্গে দাদার মতো সম্পর্ক। এখানে আসি বলে কুণালদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করব ভেবেছিলাম। এক কাপ চা খেয়ে যাব। এটা সৌজন্য সাক্ষাৎ। কোনও রাজনীতির আলোচনা হয়নি। দাদা কাম বন্ধু কুণাল। রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। প্রত্যাবর্তন নিয়ে কোনও কথা হয়নি'। এদিনে পার্থর বাড়িতে তাঁর উপস্থিতি নিয়ে রাজীব ঘনিষ্ঠদের মত, শুধু মাত্র পুরনো সতীর্থর মাতৃবিয়োগের খবর শুনে তিনি শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন। একের পর এক বিজেপি বিরোধী পোস্ট এবং তৃণমূল নেতাদের সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতা বঙ্গ রাজনীতিতে রাজীবের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল