অ্যাপশহর

'নির্দেশ ছিল!' মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফার পর পোস্ট বাবুল সুপ্রিয়র

পদত্যাগ বাবুল সু্প্রিয়র। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী... বাংলা থেকে বাবুল সুপ্রিয়র সঙ্গে সঙ্গে ইস্তফা দেবশ্রী চৌধুরিরও... বাংলা থেকে কারা কারা পেতে পারেন মন্ত্রিত্ব? জেনে নিন...

EiSamay.Com 7 Jul 2021, 3:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের ক্যাবিনেটে বড়সড় রদবদলের আগেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের ইস্তফা। বাংলা থেকে ইস্তফা বাবুল সুপ্রিয়র। মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রীর পদে ছিলেন বাবুল। আসানসোলের সাংসদ প্রথম মোদীর মন্ত্রিসভাতেও ছিলেন বাবুল। এছাড়াও বাংলা থেকে আগেই ইস্তফা দিয়েছেন রায়গঞ্জের BJP সাংসদ তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী। সন্ধ্যা ৬টায় নতুন মন্ত্রিসভার রদবদল ঘোষণা হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মোট ১১ জন কেন্দ্রীয় মন্ত্রী ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, ৪৩ জন নতুন মুখ জায়গা পাবেন নয়া মন্ত্রিসভায়।
EiSamay.Com babul supriyo 2


ইস্তফার খবরের পরই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় লেখেন,'আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আমি প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি।' একইসঙ্গে ওই সোশ্যাল পোস্টে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বাবুল লিখেছেন- 'প্রতিমন্ত্রী হিসেবে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।' এখানেই শেষ নয়, তিনি লিখেছেন, 'কোনও দুর্নীতির কলঙ্ক ছাড়া আমি আমার কেন্দ্রের জন্য কাজ করতে পেরেছি। ২০১৯-এ তাঁর ফলস্বরূপ তিনগুণ ভোটে আমাকে জয়ী করে আসানসোল।'

বাংলার প্রতিনিধি হিসেবে Debasree Chaudhuri এবং Babul Supriyo জায়গা পেয়েছিলেন মোদীর ক্যাবিনেটে। এবার তাঁদের শূন্যপদে বাংলা থেকে যে বেশ কয়েকটি নতুন মুখ দেখা যাবে মন্ত্রিসভায় তাঁর আরও স্পষ্ট ইঙ্গিত মিলল বাবুলের পোস্টে। ইস্তফার পর বিজেপি নেতা এই পোস্টে লিখেছেন- 'আমরা সহকর্মীরা যারা নতুন মন্ত্রিসভায় শপথ নেবেন তাদের আমার শুভেচ্ছা রইল। যদিও তাদের নাম আমি বলতে পারব না এখানে। আমার নিজের জন্য মনখারাপ হলেও ওদের জন্য আমি খুশি।'



সূত্রের খবর, বাংলা থেকে নয়া ক্যাবিনেটে স্থান পেতে চলেছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সুভাষ সরকার।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল