অ্যাপশহর

কোর্টের নির্দেশ সত্ত্বেও বহাল তবিয়তে মির্জা

২০০৫ ব্যাচের আইপিএস অফিসার তথা নারদ কাণ্ডের অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জাকে এখনই চাকরি থেকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিক রাজ্য সরকার-শুক্রবার নারদ স্টিং অপারেশনে প্রাথমিক তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময় এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

EiSamay.Com 19 Mar 2017, 9:25 am
এই সময় : ২০০৫ ব্যাচের আইপিএস অফিসার তথা নারদ কাণ্ডের অন্যতম অভিযুক্ত এসএমএইচ মির্জাকে এখনই চাকরি থেকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিক রাজ্য সরকার-শুক্রবার নারদ স্টিং অপারেশনে প্রাথমিক তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময় এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার রাত পর্যন্ত অবশ্য আদালতের সেই নির্দেশ কার্যকর করতে দেখা যায়নি নবান্নকে৷
EiSamay.Com mirza is not danger position of the judgment of the high court
কোর্টের নির্দেশ সত্ত্বেও বহাল তবিয়তে মির্জা


এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারাও৷ শুক্রবার অবশ্য হাইকোর্টের রায়ের পর নবান্নে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল , বিভাগীয় তদন্তের বিষয়টি ছোট্ট ব্যাপার৷ সেটি হয়ে যাবে৷ তাঁর দাবি ছিল , ইতিমধ্যেই মির্জার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়ে গিয়েছে৷ সে বক্তব্যে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলেন স্বরাষ্ট্রসচিবও৷ যদিও প্রশাসনের অন্দরমহলের খবর , ওই ঘটনার সময় বর্ধমানের পুলিশ সুপার পদে ছিলেন মির্জা৷ তখনও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ বর্তমানে রাজ্য পুলিশের কমান্ড্যান্ট পদে থাকা মির্জার বিরুদ্ধে কোনও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ মহলের কাছে খবর নেই৷

আইপিএস মহলের একাংশের বক্তব্য , এক সময় ক্ষমতার অলিন্দে থাকা মির্জাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা ছাড়া কার্যত আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ অথচ রাজ্য বিজেপির সদর দন্তরে বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় চাকরি হারানে কলকাতা পুলিশের দুই কর্মী৷ বিভিন্ন সময়ে বিতর্কে নাম -জড়ানো মির্জার নাম সম্প্রতি রাজ্য পুলিশের এক সাব ইনস্পেক্টরের আত্মহত্যার ঘটনাতেও জড়ায়৷ মৃতের পরিবারের অভিযোগ , ওই পুলিশকর্তা তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করেছিলেন৷ তবে এতদিন নানা অভিযোগে গুরুত্ব না দিলেও , হাইকোর্টের রায়ের পর তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সে দিকে তাকিয়ে পুলিশ মহলের একাংশ৷ ৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল