অ্যাপশহর

স্টেশন দত্তক দিয়ে আয় বাড়ানোর ভাবনা মেট্রোর

টাটা -ধর্মতলা , ফ্লিপকার্ট-কালীঘাট , স্ন্যাপডিল -শ্যামবাজার , হলদিরাম -ক্ষুদিরাম ---স্টেশনের নাম কি এমন হতে পারে ?

EiSamay.Com 28 Oct 2016, 8:55 am
এই সময় : টাটা -ধর্মতলা , ফ্লিপকার্ট-কালীঘাট , স্ন্যাপডিল -শ্যামবাজার , হলদিরাম -ক্ষুদিরাম ---স্টেশনের নাম কি এমন হতে পারে ? লোকসানের বোঝা কমাতে আয় বাড়ানোর যে রাস্তায় হাঁটতে চলেছে কলকাতা মেট্রো , তাতে অবশ্য স্টেশনগুলির নাম এমন হওয়া অসম্ভব নয়৷ বাণিজ্যিক সংস্থাগুলিকে স্টেশন দত্তক দেওয়ার কথা ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ৷ এর ফলে বাণিজ্যিক সংস্থাগুলি মেট্রো স্টেশনগুলিকে তাদের ব্র্যান্ডিংয়ের কাজে লাগাতে পারবে৷ স্টেশনের নামের সঙ্গে সংস্থার নামও জুড়ে দিতে পারবে৷ শুধু স্টেশনই নয় , রেকও দত্তক দেওয়ার ভাবনাচিন্তা চলছে
EiSamay.Com metro will thikn to earn more money to use station as business purpose
স্টেশন দত্তক দিয়ে আয় বাড়ানোর ভাবনা মেট্রোর


ফলে রেকের বিজ্ঞাপন করতে পারবে বাণিজ্যিক সংস্থাগুলি৷ চাইলে কোনও সংস্থা স্টেশন এবং রেকের গায়ে বিজ্ঞাপন করার পুরো বরাতও নিতে পারে মেট্রোকে মোটা টাকা দিয়ে৷ ফলে আগামী দিনে হয়তো দেখা যাবে , ধর্মতলা , পার্কস্ট্রিট কিংবা শ্যামবাজার মতো ২৪টি মেট্রো স্টেশনের মধ্যে কোনও কোনওটির নামের পাশে রিলায়েন্স , টাটা -র মতো কোনও শিল্পগোষ্ঠীর নাম বা জিও -র মতো তাদের কোনও বাণিজ্যিক পণ্যের নাম জুড়ে গিয়েছে৷ লোকসানের বোঝা কমাতে এ ভাবেই আয়ের নতুন নতুন উত্স খুঁজে বের করতে চাইছে দেশের প্রথম মেট্রো রেল৷

একই ভাবে গুরগাঁওয়ের র্যাপিড মেট্রো সার্ভিসের স্টেশনগুলি আড়াই কোটি থেকে সাত কোটি টাকা পর্যন্ত আয়ের ব্যবস্থা করেছে৷ যেমন সেখানে গুরু দ্রোণাচার্য স্টেশনটির নাম বদলে হয়েছে ইন্ডিগো গুরু দ্রোণাচার্য স্টেশন৷ মুম্বই, দিল্লি মেট্রোও এ ব্যাপারে অগ্রসর হয়েছে৷ মুম্বই মেট্রো তাদের ১২টি স্টেশনের প্রতিটি থেকে জায়গা অনুসারে বছরে দুই থেকে সাত কোটি টাকা পর্যন্ত আয়ের ব্যবস্থা করেছে৷ পাঁচ বছরের জন্য চুক্তি করতে চলেছে তারা৷ বিদেশে চিন , দুবাই , নিউ ইয়র্ক, শিকাগো , ফিলাডেলফিয়া , বোস্টন , লন্ডন , মাদ্রিদের মেট্রো এ ভাবেই স্টেশন ‘রি -নেমিং ’ করে বিপুল অর্থ রোজগার করেছে৷ দুবাই মেট্রো ভারতীয় টাকায় এককালীন ৩৬১৮ কোটি টাকা আয় করেছে৷

এ নিয়ে ভারতীয় রেল বোর্ডেরও কোনও আপত্তি নেই৷ নতুন বছরেই এই নয়া ব্যবস্থা কার্যকরের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করার প্রস্ত্ততি চলছে৷ তার আগে কলকাতা মেট্রো রেলের কর্তারা বণিকসভাগুলিতে এ নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন৷ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই )-এর উদ্যোগে বৃহস্পতিবার ভারতীয় রেলের সঙ্গে দ্বিতীয় দফায় বাণিজ্য করার সম্ভাবনা বিষয়ক এক আলোচনাতেও এই নয়া প্রস্তাব উত্থাপন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার৷ এই আলোচনাসভায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিংও পণ্য পরিবহণে রেলকে আরও বেশি করে ব্যবহারের আবেদন রাখেন৷ ২৭ কিলোমিটার দীর্ঘ কলকাতার মেট্রো পথের বড় অংশই ভূগর্ভস্থ হওয়ায় গোটা ব্যবস্থাটাই বিদ্যুত্ নির্ভর৷ বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি দিনই পরিষেবার খরচ বাড়ছে৷ এসি রেকের জন্য খরচ আরও কয়েক গুণ বেড়েছে৷ ২০১৮ সালের মধ্যে কলকাতা মেট্রোর সব ট্রেনই এসি হয়ে যাবে৷ তাতে খরচ আরও বড়বে৷

সেই অনুপাতে টিকিট বিক্রি করে আয় খুব একটা বাড়ছে না৷ দেখা গিয়েছে , ২০১৪ -১৫ সালে মেট্রোর আয় হয়েছে ১৯৫ কোটি ৯৫ লক্ষ টাকা৷ এর মধ্যে টিকিট বিক্রি করে আয় হয়েছে ১৭১ কোটি ৭৭ লক্ষ টাকা৷ অন্য দিকে , কর্মীদের বেতন -সহ যাবতীয় দায় মেটাতে খরচ হয়েছে ৪৯৫ কোটি ৬৮ লক্ষ টাকা৷ পরের বছর এই খরচ সামান্য কমে দাঁড়িয়েছে ৪৯০ কোটি ২৪ লক্ষ টাকায়৷ সে বার আয় হয়েছে ২০৬ কোটি ১৫ লক্ষ টাকা৷ টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৭৯ কোটি ৫৯ লক্ষ টাকা৷ মেট্রো সূত্রের খবর , পিক আওয়ার অর্থাত্ দিনে সর্বোচ্চ যাত্রীর চাপ যে সময়ে থাকে , তখন একটি ট্রেন চালাতে খরচ হয় ৬০ হাজার টাকা৷ সেখানে টিকিট বিক্রি করে আয় হয় মাত্র ২০ হাজার টাকা৷ এই ঘাটতি কমাতে বর্তমানে প্রচলিত বিজ্ঞাপন বাড়িয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছনো যাচ্ছে না৷ তাই নতুন মোড়কে আয় বাড়ানোর এক গুচ্ছ পরিকল্পনা নিতে চলেছে মেট্রো রেল৷

বিদ্যুত্ খাতে খরচ কমাতে অচিরাচরিত শক্তির উপর নির্ভরতা বাড়ানোরও কথা ভাবা হচ্ছে৷ প্রথম দফায় , কবি সুভাষ ও মহানায়ক উত্তমকুমার স্টেশন দু’টি গ্রিন স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে৷ সৌরশক্তির সাহায্যে বিদ্যুত্ উত্পাদন করে এই দুই স্টেশন চালানো হবে৷ বাড়ানো হবে এলইডি টিউবের ব্যবহার৷ এ জন্য ৮২৪০টি টিউব লাইট বাতিল করে এলইডি বসানো হচ্ছে৷ কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এমসি চৌহান বৃহস্পতিবার বলেন , ভাড়া না -বাড়িয়ে আয় বাড়াতে নতুন উত্স খোঁজা হচ্ছে৷ এ জন্য মেট্রো স্টেশন ও ভবনে হোর্ডিং বাড়ানো ছাড়াও বেশি করে কিয়স্ক , খাবারের দোকান , এটিএম খোলার কথা ভাবা হচ্ছে৷ পাশাপাশি , বড় বড় সংস্থা যাতে বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে কলকাতা মেট্রোকে ব্যবহার করতে পারে --সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ দু’টি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে --এক , স্টেশন ব্র্যান্ডিং৷ দুই, ওন ইয়র স্টেশন৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল