অ্যাপশহর

আর মাত্র কয়েক মাস, গড়িয়া থেকে রুবি যাবেন মেট্রোয়!

আগামী জুন থেকেই গড়িয়া-রুবি গোলপার্ক মেট্রো চালু হয়ে যাবে।

Ei Samay 8 Aug 2017, 7:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাটুলি বিগ বাজার-এর পর থেকে গোলপার্কের মুখ পর্যন্ত ট্রাফিক জ্যামের ‘বদনাম’ কম নয়। মেট্রোর কাজের জন্য যা আরও বেড়েছিল। সন্ধ্যায় অফিস ফেরত গাড়ির জ্যামের চাপ কমাতে অনেক গাড়িই নারকেলবাগান দিয়ে ঘুরিয়ে দিত ট্রাফিক পুলিশ। কিন্তু, চিত্র পালটাচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি গোলপার্কের যাত্রাপথের।
EiSamay.Com metro sets june 2018 date for new garia ruby line
আর মাত্র কয়েক মাস, গড়িয়া থেকে রুবি যাবেন মেট্রোয়!


কারণ, আগামী জুন থেকেই গড়িয়া-রুবি গোলপার্ক মেট্রো চালু হয়ে যাবে। অর্থাৎ কবি সুভাষ থেকে রুবি গোলপার্ক মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পথেই যাতায়াত করা যাবে। মেট্রো ভবন সূত্রে এই খবর মিলেছে। মেট্রোর মুখ্য জনসংযোগ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আধিকারিক জানিয়েছেন, ‘দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। অধিকাংশ সমস্যাই সমাধান করা হয়েছে। এরপরও যদি কোনও সমস্যা হয়, জেনারেল ম্যানেজার বিশেষ চৌবে নিজে তা দেখভাল করবেন।’ প্রসঙ্গত, মেট্রো জেনারেল ম্যানেজার বিশেষ চৌবের পর্যবেক্ষণেই চলছে মেট্রো সম্প্রসারণের কাজ। খুব শীঘ্রই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর কাজও শেষ হবে বলে আশা কর্তাদের।

আরও পড়ুন: ​ ফ্রি-তে পানীয় জল ও টয়লেটের সুবিধা থাকবে এই মেট্রো স্টেশনগুলিতে

যদিও সম্প্রতি বাঘাযতীন স্টেশনের কাছে ১১ দোকানি জমি দিতে আপত্তি জানিয়েছিলেন। তবে জানা গেছে, সেই সমস্যাও এক সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে যাবে।

এই প্রকল্পে কাজ মোটেও সহজ ছিল না মেট্রো আধিকারিকদের জন্য। নিউ গড়িয়া এলাকায় বেশ কয়েকবার বাধা পেতে হয়। এমনকী প্রকল্পের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছিল। কিন্তু, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে। প্রসঙ্গত, নিউ গড়িয়া স্টেশনকে টার্মিন্যাল স্টেশনে পরিণত করা হবে।

আরও পড়ুন: ​ হাওড়া ময়দান-সেক্টর ৫ মেট্রো চালু ২০২০তে

নিউ গড়িয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রস্তাবিত মেট্রোর স্টেশনগুলি হল: কবি সুভাষ, সত্যজিৎ রায়, মুকুন্দপুর, কালিকাপুর, রুবি হাসপাতাল (মাদার টেরিজা), ভিআইপি বাজার, সায়েন্স সিটি, চিংড়িঘাটা, নিক্কো পার্ক, সেক্টর ৫, রাজারহাট, কনভেনশন সেন্টার, নিউটাউন, হলদিরাম, বিমানবন্দর।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল