অ্যাপশহর

চিকিত্সায় গাফিলতির অভিযোগ, ফের হাসপাতালে ভাঙচুর

চিকিত্সায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর চলল জোকা ইএসআই হাসপাতালে৷

EiSamay.Com 10 Sep 2017, 12:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিকিত্সায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর চলল জোকা ইএসআই হাসপাতালে৷ অভিযোগের তির মৃত রোগীর পরিজনের দিকে৷ ​ গত সাত দিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিল তারাতলার বাসিন্দা বিবেক সরকার নামে এক কিশোর।
EiSamay.Com medical negligence case boy dies in joka esi hospital
চিকিত্সায় গাফিলতির অভিযোগ, ফের হাসপাতালে ভাঙচুর


পরিবারের অভিযোগ, গত দু’দিন হাসপাতালে নিয়ে আসা সত্ত্বেও ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর রবিবার সকাল সাড়ে ছ’টায় ভর্তি নেয় হাসপাতাল। এর কিছুক্ষণ পরই মৃত্যু হয় ওই কিশোরের।

অতিরিক্ত জ্বর ও রক্তবমি হচ্ছিল জেনেও বারবার ফিরিয়ে দেয় হাসপাতাল। জরুরি বিভাগের ডাক্তার ঠিকমতো দেখাশোনা করেননি। অন্য রোগীকে অক্সিজেন দেওয়ার পর বিবেককে ওই অক্সিজেন দেওয়া হয়।

মৃত রোগীর পরিজন ক্ষিপ্ত হাসপাতাল ভাঙচুর চালায়। তাঁরা আইসিইউর ভিতরের অক্সিজেন সিলিন্ডার, ওষুধ, কাচের দরজা, এসি, স্যালাইন সব কিছু ভেঙে তচনছ করে দেয়। এর ফলে গোটা হাসপাতাল চত্বর আতঙ্কের পরিবেশে পরিনত হয়ে যায়। আইসিইউর রোগীদের স্টান্ড ফ্যান চালিয়ে রাখা হয়েছে।
এর আগে শনিবার সকালে চিকিত্সায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে ভাঙচুর হয়েছিল এম আর বাঙুর হাসপাতালে৷ টালিগঞ্জের চার নম্বর দেশপ্রাণ শাসমল রোডের বাসিন্দা ছিলেন তিনি৷ তাঁর পরিজনদের দাবি, ডেঙ্গির উপসর্গ রয়েছে জেনেও তাঁকে হাসপাতাল থেকে দফায়, দফায় ফিরিয়ে দেওয়া হয়৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল