অ্যাপশহর

'সোশ্যাল মিডিয়ায় অনাসক্ত পাত্রী-ই চাই!' বাঙালি পাত্রের বিজ্ঞাপনে হাসির রোল নেটপাড়ায়

সংবাদপত্রের বিয়ের বিজ্ঞাপন বিভাগের সেই ক্লিপ কেটে ট্যুইটারে পোস্ট করেছেন আইপিএস অফিসার নিতীন সাংওয়ান। যেখানে ক্লিপে বিস্তারিত দেওয়া রয়েছে কন্যাকে হতে হবে সুন্দরী, ফর্সা, শিক্ষিতা ও স্লিম। তার পরের লাইনেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পাত্রী যেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি না থাকে!

EiSamay.Com 5 Oct 2020, 3:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: খবরের কাগজের পাত্রপাত্রী বিভাগের বিজ্ঞাপন দেখলে চোখ কপালে উঠবে। পাত্রী চেয়ে বেশিরভাগ অভিভাবক ও পাত্র বিজ্ঞাপন দেন- ফর্সা, সুন্দরী, স্লিম ও শিক্ষিতা। তারপরেও আব্দারের শেষ থাকে না। হয়তো যোগাযোগ করলেই পাত্রপক্ষ থেকে শুরু হয় আরও দাবি-দাওয়া। তবে কেউ কেউ এমন আব্দার করে বসেন যে সেগুলো নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
EiSamay.Com bengali marriage
ছবিটি প্রতীকী। সৌজন্যে গুগল।


পশ্চিমবঙ্গের এক আইনজীবী নিজের পাত্রী চেয়ে যে 'দাবি'গুলো তুলেছেন তা নিয়ে শুরু হয়েছে হাসির রোল। তিনি বিজ্ঞাপনে লিখেছেন ফর্সা, সুন্দরী, স্লিম ও শিক্ষিতা কন্যা চাই। তবে কন্যাকে হতে হবে সোশ্যাল মিডিয়ায় অনাসক্ত! ৩৭ বছরের 'সুপুরষের চাহিদা' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সংবাদপত্রের বিয়ের বিজ্ঞাপন বিভাগের সেই ক্লিপ কেটে ট্যুইটারে পোস্ট করেছেন আইপিএস অফিসার নিতীন সাংওয়ান। যেখানে ক্লিপে বিস্তারিত দেওয়া রয়েছে কন্যাকে হতে হবে সুন্দরী, ফর্সা, শিক্ষিতা ও স্লিম। তার পরের লাইনেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, পাত্রী যেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি না থাকে!

সেই পোস্ট ওই আইপিএস অফিসার লিখেছেন 'সম্ভাব্য কনে ও হবু বরেরা দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন। ম্যাচমেকিংয়ের মানদণ্ড এবার পরিবর্তন ঘটছে। '


ট্যুইটারটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি। অনেকেই লিখেছেন, ওই ব্যক্তি সারাজীবন কুমারই থেকে যাবেন!



এমন বিজ্ঞাপন তো সংবাদপত্রের পাতায় দেখা যায়ই। তবে এটি অভিনব। একজন কটাক্ষের সুরে লিখেছেন এটা কি মলে উইন্ডো শপিংয়ের জন্য ম্যানিকুইনের অ্যাড চলছে?



একজন মজা করে লিখেছেন, এইজন্যই তিনি ৩৭ বছরে এসেও ব্যাচেলর! আবার একজন লিখেছেন, এমন পাত্রী খুঁজে পাওয়া কঠিন, তবে উনি খোঁজ চালিয়ে যেতে পারেন।




এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল