অ্যাপশহর

চল্লিশ লাখ ঠিকাকর্মীর জন্য মমতার স্বাস্থ্যবিমা

শুক্রবার স্বাস্থ্যসাথী নামে তিনি যে নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছেন রাজ্যে তার সুফল ভোগ করবেন অন্তত চল্লিশ লাখ মানুষ৷

EiSamay.Com 29 Dec 2016, 7:46 am
এই সময় : নতুন বছরের প্রাক্কালে রাজ্যের নিম্ন -মধ্যবিত্ত মানুষদের সুখবর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল , শুক্রবার স্বাস্থ্যসাথী নামে তিনি যে নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছেন রাজ্যে তার সুফল ভোগ করবেন অন্তত চল্লিশ লাখ মানুষ৷ ওই প্রকল্পে সরকারের বিভিন্ন দন্তরের উন্নয়ন ও পরিষেবামূলক কাজে যুক্ত ঠিকাকর্মীদের দেড় লাখ টাকার স্বাস্থ্য বিমা করিয়ে দেবে রাজ্য সরকার৷ অর্থাত্, বিমার প্রিমিয়াম সরকারই জোগাবে৷ বিমার পুরো অঙ্কেই মিলবে ক্যাশলেস সুবিধা৷ আচমকা পুরোনো পাঁচশো -হাজার টাকার নোট বাতিল করে কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদী৷ পাশাপাশি , এই পদক্ষেপকে গরিব বনাম বড়লোকের লড়াই হিসেবেও তিনি দেখাতে চাইছেন৷ প্রায় প্রতিটি ভাষণেই প্রধানমন্ত্রী বলছেন , দুর্নীতিগ্রস্তদের শায়েস্তা হবে , সুদিন ফিরবে আমআদমির৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে দেশবাসীর সঙ্গে প্রতারণা , বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিরুদ্ধে সবচেয়ে সরব৷ রাজনৈতিক বিরোধিতার সুর সপ্তমে চড়িয়ে এ বার প্রশাসনিক ভাবেও নরেন্দ্র মোদীকে জবাব দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ
EiSamay.Com mamta will declared life insurence policy for 40 lacks contractor worker
চল্লিশ লাখ ঠিকাকর্মীর জন্য মমতার স্বাস্থ্যবিমা


নোটবন্দি নিয়ে মোদীর বিরোধিতার কৌশল ঠিক করে বুধবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী৷ আজ , বৃহস্পতিবার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তিনি আর এক দফা বৈঠক করবেন ধরে নিয়ে এইদিন দিনভর প্রস্ত্ততি সেরেছেন নবান্নের কর্তারা৷ এই প্রকল্প ঘোষণার জন্য আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সরকারি সূত্রের খবর , স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী , আশা কর্মী , সিভিক ভলান্টিয়ারস , সিভিল ডিফেন্স ভলান্টিয়ারস , পূর্ত, জনস্বাস্থ্য , বিদ্যুত্, সেচ দপ্তরের সঙ্গে যুক্ত ঠিকাদারের অধীন কর্মীরা৷ এ ছাড়াও নানা কর্মকাণ্ডে যুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হতে পারে৷ সরকারি হাসপাতালে চিকিত্সার খরচ পুরোপুরি মকুব করার পর স্বাস্থ্যসাথীই হতে চলেছে আমআদমির জন্য মা -মাটি -মানুষের সরকারের আর একটি বড় প্রকল্প৷

ইতিমধ্যে , সরাসরি সরকারি দন্তরে কর্মরত ক্যাজুয়াল , ডেইলি রেটেড ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্য বিমা চালু করেছেন৷ এ বছর ২৬ ফেব্রুয়ারি অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে , এই ধরনের কর্মীরা সাধারণ চিকিত্সার জন্য দেড় লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন৷ জটিল রোগভোগের ক্ষেত্রে (ক্যান্সার , কিডনি ফেলিওর , বাইপাস সার্জারি ) বিমার সুবিধা মিলবে পাঁচ লাখ টাকার৷ এই সুবিধা কার্যকর হয়েছে এ বছর ১ মার্চ থেকে৷ সরকারি দন্তরে অন্তত দশ বছর ক্যাজুয়াল হিসেবে কর্মরত প্রায় লক্ষাধিক কর্মীকে বিগত সরকারই ৬০ বছর পর্যন্ত চাকরি করার সুযোগ করে দিয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার চার বছরের মাথায় এঁদের জন্য বেশ কিছু সুযোগসুবিধে ঘোষণা করেছিলেন৷

এ বার সরাসরি সরকারি দপ্তর নয় , কিন্ত্ত সরকারের কাজের সঙ্গে যুক্ত এমন কর্মী ও তাঁদের পরিজনকেও স্বাস্থ্যবিমার সুবিধা দিতে চাইছেন মমতা৷ এই প্রকল্পের হাত ধরে যেমন গরিব ও মধ্যবিত্ত অংশের কাছে স্বাস্থ্যবিমার সুবিধা পৌঁছবে , তেমনই তা বাস্তবায়ন করার পথে বিপুল কর্মসংস্থান হবে৷ এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের কত ব্যয় হবে তা এখনও স্পষ্ট নয়৷ তবে নবান্নের একাংশের মতে , ব্যয় হবে বছরে আনুমানিক হাজার কোটি টাকা৷ মাস পাঁচেক আগেই এ নিয়ে কাজ শুরু হয়৷ নবান্নের নির্দেশে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কোন কোন অসুখ আসবে তার তালিকা তৈরি করে স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম৷ প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা প্যাকেজ বানানো হয়েছে৷ বেসরকারি হাসপাতালের পরিষেবার মান অনুযায়ী , প্যাকেজ স্থির করা হয়েছে৷ প্রত্যেক নথিভুক্ত ব্যক্তিকেই একটি করে ‘স্বাস্থ্যসাথী ’ স্মার্ট কার্ড দেওয়া হবে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল