অ্যাপশহর

Mamata Banerjee: 'নর কঙ্কালের সরকার', বাম জমানার কড়া সমালোচনা মমতার

সোমবার সন্ধ্যায় খিদিরপুর ৭৪ পল্লী সহ দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন (Puja Inauguration) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ফের নাম না করে CPIM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি "নর কঙ্কালের সরকার ছিল" বলে বামফ্রন্ট সরকারের (Cpim Government) সমালোচনা করলেন তিনি।

Produced byসুমন মাঝি | Lipi 27 Sep 2022, 12:17 am

হাইলাইটস

  • পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ফের কড়া ভাষায় সমালোচনা করলেন বাম জমানার।
  • খিদিরপুর ২৫ পল্লী সহ দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
পুজো উদ্বোধনে (Puja Inauguration) গিয়ে ফের কড়া ভাষায় বাম জমানার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। "নর কঙ্কালের সরকার ছিল" বলে বামফ্রন্ট সরকারের (Cpim Government) সমালোচনা করতে শোনা যায় তাঁকে। এদিন ফের নাম না করে CPIM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালিগঞ্জের (Ballyganj) এক পুজো উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, " বিকাশ ভট্টাচার্য যে বার্থ সার্টিফিকেট দিয়েছিল সেটা বড় স্ক্যাম। সেই কাগজগুলো কোথায়? ভাবছে আমাদের কাছে নেই। আছে, আছে। চুপিচুপি দেব। যখন চ্যালেঞ্জ করতে শুরু করেছ।’
Durga Puja Pandal : কোন স্টেশনে নামলে নাকতলা, কোথায় বাগবাজার? কলকাতার পুজো দর্শনে রইল মেট্রো রুটের সন্ধান
সোমবার সন্ধ্যায় খিদিরপুর ৭৪ পল্লী, খিদিরপুর ২৫ পল্লী, অজয় সংহতি, আদি বালিগঞ্জ দুর্গাপুজো, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজো সহ দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত ৩১ অগাস্ট বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের পর একই ভাষায় CPIM এর বিরুদ্ধে সমালোচনা করতে শোনা যায় তাঁকে। ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পড়ে CPIM। তিনি বলেন, "সিপিএম-এর ৩৪ বছরের একটি আলমারি দেখান তো, যেখানে পাওয়া যাবে সব তথ্য। একটু বিকাশ বাবুকে বলুন না, হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে, তিনি শুধু তাঁর আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা হলফনামা দিয়ে বিস্তারিত জানাবেন কি?” CPIM জমানার সমালোচনা করে তাঁকে বলতে শোনা যায়, "আমরা তো এগারো বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে। এখন তো এসব অনেক কমে গিয়েছে।”

SSC Recruitment: নবম-দশমের চাকরিপ্রার্থীদের জন্যও পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ, আশ্বাস এসএসসি চেয়ারম্যানের
যদিও নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা করেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পালটা জবাবে বলেন, “উনি প্রলাপ বকতে অভ্যস্ত। উনি প্রলাপ বকছেন। ওদের অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। বিগত দিনে কী হয়েছে, কী না হয়েছে, তার কোনও তথ্য নেই… কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ছোটবেলায় যেমন দুষ্টুমি করলে বলা হয়, আমি করিনি, ও করেছে। একটি দায়িত্বশীল সরকার যারা ১১ বছর ক্ষমতায় রয়েছে, তাঁরা ১১ বছরে কোনওরকম ব্যবস্থা করতে পারল না। কোনও দুর্নীতির সামান্যতম চিহ্নও প্রকাশ করতে পারল না।"

Durga Puja Weather Forecast: পুজোয় অসুর ঘূর্ণাবর্ত, সপ্তমী থেকে কি টানা বৃষ্টি?
প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ থেকেও বার্থ সার্টিফিকেট প্রসঙ্গে সরাসরি আক্রমণ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। সেদিনের সভা থেকেও CPIM নেতা বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি বলেন, "আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? যাঁদের সার্টিফিকেট দিয়েছিলেন তাঁরা কী পাওয়ার যোগ্য ছিল? ফাইলটা একটু খুলুন । আপনি দেখবেন না আমি দেখাব? আমরা বলেছি, বদলা নয় বদল চাই ৷"
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল