অ্যাপশহর

ভবানীপুরে ‘হাফ লাখ’-এর বেশি ভোটে জয়ী মমতা

বিপুল ভোটে ভবানীপুরের উপ নির্বাচনে জয়লাভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করলেন নিকটতম প্রতিত্বন্দ্বী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। তৈরি করলেন নয়া রেকর্ড।

EiSamay.Com 3 Oct 2021, 4:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভবানীপুর নিজের মেয়েকেই চায়। রেকর্ড মার্জিনে ভবানীপুর জয় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপ নির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভেঙে ধরে রাখলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। রবিবার হাইভোল্টেজ ভবানীপুর উপ নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। ফলাফল ঘোষণা হতেই এদিন বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। অতীতের প্রায় সমস্ত রেকর্ড ভেঙে এদিন ৫৮ হাজার ৮৩৫ ব্যবধানে নিকটতম BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে পরাজিত করেন তিনি। যা তাঁর ২০১১-র ব্যবধানকেও ছাপিয়ে গেল।
দিদির জয়ে মশাল জ্বালিয়ে উচ্ছ্বাস মদনের


প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং

দিন প্রথম রাউন্ড থেকেই ঝোড়ো ব্যাটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার শুরুতেই খোলা পোস্টাল ব্যালট থেকেই এগিয়ে ছিলেন তিনি। এরপর একটি করে রাউন্ডের পর নিজের ব্যবধান ক্রমশই বাড়াতে থাকেন তৃণমূল সুপ্রিমো। যত বেলা গড়াতে থাকে, ততই স্পষ্ট হয়ে যায় জয়ের রূপরেখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই ভরসা রাখল ভবানীপুর। দাগ কাটতে পারলেন না BJP-র প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কার্যত খুঁজেই পাওয়া গেল না বামপ্রার্থী শ্রীজীব বিশ্বাসকে।

মমতার জয় নিশ্চিত হতেই উল্লাসে মাতল নন্দীগ্রাম, অকাল-হোলি রাজ্যে
তৃণমূলের সেলিব্রেশন

সকাল থেকে ফলাফলের ট্রেন্ড দেখেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় শুরু হয় উচ্ছ্বাস। সবুজ আবীর উড়িয়ে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। জয় স্পষ্ট বোঝার পরই কালীঘাটের বাড়িতে মমতাকে অভিনন্দন জানাতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির সঙ্গে দেখা করতে আসেন একে একে তাঁর ভাইয়েরা। কার্তিক ও স্বপন বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সবুজ আবীর মেখে কর্মীদের সঙ্গে উচ্ছ্বাসে মাতোয়ারা হতে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপ নির্বাচনের প্রচারের সময় একাধিকবার বলেছিলেন, 'বি দিয়েই ভবানীপুর আর বি দিয়েই ভারতবর্য।' অর্থাৎ ভবানীপুর থেকেই যে ২০২৪-এর দিকে টার্গেট রেখে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন তিনি, তা ঠারেঠোরে স্পষ্ট করে দেন নিজেই। সেই সূত্র ধরেই এদিন কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, 'মিনি ইন্ডিয়া হচ্ছে ভবানীপুর। মিনি ইন্ডিয়া দেখিয়ে দিল গ্রেটার ইন্ডিয়াতে ২০২৪ সালে কী হতে চলেছে।' অন্যদিকে, মশাল জ্বালিয়ে জয় সেলিব্রেট করতে দেখা যায় মদন মিত্রকে। কামারহাটির বিধায়কের কথায়, 'মমতা রোমে যাবেন আর BJP হোমে যাবে।' সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়ালেও ভবানীপুরে মমতা বন্দোপাধ্যাই জিততেন। খেলা শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালে মমতা বন্দোপাধ্যায়কে দিল্লী পাঠিয়ে এই খেলা শেষ হবে।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল