অ্যাপশহর

একুশের মঞ্চে আজ কে, উত্‍‌কণ্ঠায় বিরোধীরা

দলের ২৪ তম শহিদ সমাবেশকে কেন্দ্র করে আবেগ ও উত্তেজনায় ফুটছে গোটা তৃণমূল শিবির৷

Ei Samay 21 Jul 2017, 9:59 am
এই সময়: আজ, শুক্রবার দলের ২৪ তম শহিদ সমাবেশকে কেন্দ্র করে আবেগ ও উত্তেজনায় ফুটছে গোটা তৃণমূল শিবির৷ কিন্ত্ত তৃণমূলের উদ্দীপনার ঠিক বিপরীতে আশঙ্কা ও উত্কণ্ঠা গ্রাস করেছে বিরোধী শিবিরকে৷ তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে নতুন করে ঘর ভাঙার আশঙ্কায় এ বারও সমান উদ্বিগ্ন বাম-কংগ্রেস৷
EiSamay.Com mamata banerjee visits dharmatala to see the preparation of 21 july rally
একুশের মঞ্চে আজ কে, উত্‍‌কণ্ঠায় বিরোধীরা


সমাবেশের ঠিক একদিন আগে বৃহস্পতিবারই বিরোধী দলনেতা আবদুল মান্নান দলত্যাগ ইস্যুতে ফের আদালতে যাওয়ায়, দলবদলের জল্পনা আরও জাঁকিয়ে বসেছে৷ দেশ ও রাজ্যে বিজেপি -বিরোধী ঐক্য গড়ার আহ্বান জানানো তৃণমূল একুশের মঞ্চে বাম-কংগ্রেসকেই ফের জোরালো ধাক্কা দেয় কি না তা নিয়ে কৌতূহল বেড়েছে৷ তবে এ বারের মঞ্চে জাতীয় ও রাজ্য -রাজনীতির প্রেক্ষিতে বিজেপিই তৃণমূলের প্রধান নিশানা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ সেই সম্ভাবনা মাথায় রেখে আজই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব আক্রমণের জবাব দেবে বিজেপি৷ দিলীপ ঘোষরাও নিশ্চিত, ২১ জুলাইয়ের সভায় মমতার আক্রমণের নিশানায় তাঁরাই থাকবেন৷ তাই কালবিলম্ব না-করে তৃণমূলের সভা শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই সাংবাদিক বৈঠক করে মমতাকে প্রতি-আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ সূত্রের খবর, প্রতিটি আক্রমণের আলাদা আলাদা জবাব বাংলার নেতাদের তৈরি করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷ এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে বাড়ি ফেরার পথে মুখ্যমন্ত্রী ধর্মতলার সভাস্থল দেখতে যান৷ সেখানে তিনি বলেন, ‘কাল মানুষের অসুবিধা হবে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি৷ বছরে একটা দিন৷ মানুষের গণতান্ত্রিক অধিকার পূরণের দাবিতে ১৩ জন খুন হয়েছিলেন৷ তাঁদের শ্রদ্ধা জানাতেই আমরা এই দিনটি পালন করি৷ এই দিনটি শপথের দিন, শহিদদের স্মরণ করার দিন৷ গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন৷ এত বড় অনুষ্ঠান, ভুল হতেই পারে৷ চেষ্টা করতে হবে ভুল-ত্রুটি যেন না -হয়৷ সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি৷’

দলবদল নিয়ে এ বার মালদহ-মুর্শিদাবাদ-পশ্চিম বর্ধমানের কয়েকজন কংগ্রেস বিধায়কের নাম জল্পনার বৃত্তে রয়েছে৷ কিছুদিন আগেই নদিয়ার প্রাক্তন কংগ্রেস নেতা শঙ্কর সিংকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘খুব শিগগির আরও একটা বড় পদত্যাগ দেখবেন৷ সমঝদারকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়৷’ স্থান -কাল -পাত্র বিবেচনা করে সেই থেকেই জল্পনা ছড়িয়েছে, অভিষেকের ওই মন্তব্য কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কথা মাথায় রেখেই৷ কিন্ত্ত তৃণমূল তাদের গোটা পরিকল্পনাটাই রহস্যের আড়ালে রেখেছে৷ আজকের মঞ্চে দলবদলের কোনও পর্ব থাকছে কি না জানতে চাওয়া হলে তৃণমূলের বর্ষীয়ান নেতারা ‘জানি না’ বলে প্রসঙ্গ এড়িয়েছেন৷ বৃহস্পতিবারই রাষ্ট্রপতি ভোটের ফলাফলে এ রাজ্যেও বিজেপি-বিরোধী শিবিরে ক্রস ভোটিং-এর কাঁটা প্রকাশ্যে এসেছে৷ ক্রস এবং বাতিল ভোটের দায় কোন পক্ষের তা নিয়ে বাম -কংগ্রেস -তৃণমূলের দায় চাপানোর পালাও শুরু৷ বাম-কংগ্রেস-তৃণমূলের ঘরে সংশয়ের বীজ ঢুকিয়ে দিতে পেরে দিলীপ ঘোষরা তৃন্তির ঢেঁকুর তুলছেন৷ এমন একটি আবহে তৃণমূলের শহিদ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কোন সুর ভেসে ওঠে, তা নিয়েও কৌতূহলের পারদ চড়ছে৷ দল বদলের সম্ভাবনা নিয়ে মান্নান এ দিন বলেন, ‘চোর চুরি করবে কি না তা গৃহস্থ বলবে কী করে? চোরই বলতে পারবে৷’ তবে ২১ জুলাইয়ের ঠিক আগের দিন দলত্যাগ ইস্যুতে মান্নানরা নতুন করে আদালতে যাওয়ায়, রাজনৈতিক মহল মনে করছে শাসকদলের উপর চাপ বাড়াতেই এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন তিনি৷ এ দিন মান্নান বলেন, ‘অনেক অপেক্ষা করেছি৷ অনেক ধৈর্য ধরেছি৷ কিন্ত্ত আমরা কোনও সুবিচার পাইনি৷ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড৷’ এ নিয়ে পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ‘আদালতের দরজা সবার জন্য খোলা৷ যে কেউই যেতে পারেন৷ আদালত যদি আমাদের কাছে কিছু জানতে চায়, তখন আমরা লিগ্যালি বিষয়টিকে দেখব৷’ ফি বছরই একুশের মঞ্চে তৃণমূলনেত্রীর বক্তৃতা তাঁর দলের সারা বছরের পাথেয় হয়ে থাকে৷ অতীত ঘেঁটে দেখা যায় এই মঞ্চ থেকে তিনি এমন সব স্লোগান তুলেছেন যা দলের দিশা তো বটেই, সামগ্রিক ভাবে বাংলার রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে৷ কখনও বলেছেন, ‘হয় এ বার নয় নেভার’, কখনও ‘এ বার দিল্লি চলো’৷ পরিবর্তনের আগে তিনি আওয়াজ তুলেছিলেন, ‘বদলা নয়, বদল চাই৷’ এ বার তাঁর মুখে নতুন কোন স্লোগান উচ্চারিত হয় তা নিয়ে চর্চা চলছে দলে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল