অ্যাপশহর

রায় ইতিবাচক ,বললেন মমতা

নারদ মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পোড়াল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস৷ দল এবং সরকারের আর্জি উড়িয়ে দিয়ে শীর্ষ আদালত মঙ্গলবার জানিয়ে দিল , নারদ তদন্ত সিবিআইয়ের হাতেই থাকবে৷

EiSamay.Com 22 Mar 2017, 7:34 am
এই সময় , নয়াদিল্লি : নারদ মামলায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পোড়াল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস৷ দল এবং সরকারের আর্জি উড়িয়ে দিয়ে শীর্ষ আদালত মঙ্গলবার জানিয়ে দিল , নারদ তদন্ত সিবিআইয়ের হাতেই থাকবে৷ হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করায় রাজ্য সরকারকে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা তুলে নেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তবে মামলায় অভিযুক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে শীর্ষ আদালত৷ এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল , তিনদিনের মধ্যে সিবিআইকে তাদের প্রাথমিক তদন্ত শেষ করতে হবে৷ সুপ্রিম কোর্ট এ দিন জানায় , হাইকোর্টের আদেশের দিন , অর্থাত্ ১৭ মার্চ থেকে ১ মাসের মধ্যে সিবিআই তাদের প্রাথমিক তদন্ত শেষ করতে পারবে৷ যদি আরও বেশি সময় প্রয়োজন হয় তা হলে হাইকোর্টের কাছে লিখিত আবেদন করে সেই অনুমতি তারা নিতে পারবে
EiSamay.Com mamata banerjee says the verdict is positive
রায় ইতিবাচক ,বললেন মমতা


সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘এই রায় ইতিবাচক , আমরা খুশি৷ ’ রায়ের পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি৷ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেছেন , মমতাকে জেরা করেই তদন্ত শুরু করুক সিবিআই৷ সোমবার আবেদনে বেশ কিছু ত্রুটির জন্য অভিযুক্ত তৃণমূল নেতাদের আর্জি শুনানি হতে পারেনি৷ সেই সব ত্রুটি কাটিয়ে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস কেহরের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়৷ ভিড়ে ঠাসা এজলাসে সৌগত রায় ও নারদ ভিডিয়োয় থাকা অন্য তৃণমূল নেতাদের হয়ে সওয়াল শুরু করেন কংগ্রেস নেতা , আইনজীবী কপিল সিবাল ও সিদ্ধার্থ লুথরা৷ অন্য আর একটি মামলায় তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর হয়ে হাজির ছিলেন অভিষেক মনু সিংভি৷

শেষ মুহূর্তে চমক দিয়ে রাজ্য বিজেপির পক্ষে হাজির হন আইনজীবী হরিশ সালভে৷ প্রায় পৌনে দু’ঘণ্টার শুনানিতে তৃণমূলের তরফে সিবাল বারবার আবেদন জানান , সিবিআইয়ের হাতে এই মামলার তদন্তভার তুলে না দিতে৷ সিবালের আর্জি ছিল , কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত হোক৷ এমনকী , অন্য কোনও রাজ্য পুলিশকে দিয়ে নিরপেক্ষ তদন্তেও আপত্তি ছিল না সিবালের৷ তাঁর যুক্তি ছিল , সিবিআইকে তদন্তভার দিলে রাজনৈতিক হিংসা চরিতার্থ হতে পারে৷ কিন্ত্ত সেই যুক্তি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি জানান , নারদ ভিডিয়োয় অভিযুক্ত তৃণমূল নেতারা সবাই ‘ক্ষমতাশালী ’৷ তাই দেশের সেরা গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়েই এই মামলার তদন্ত করার যৌক্তিকতা রয়েছে৷ প্রধান বিচারপতি এই প্রসঙ্গেই মনে করিয়ে দেন , হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন , অভিযুক্তরা সম্পূর্ণ নির্দোষ , সেখানে রাজ্য পুলিশ কী ভাবে নিরপেক্ষ তদন্ত করবে ? কেহর বলেন , ‘এখনও পর্যন্ত কোনও নেতা ভিডিয়োয় নিজেদের অস্তিত্ব অস্বীকার করতে পারেননি৷ ’ সিবিআই তদন্ত হলে কেন্দ্র -রাজ্য ভারসাম্য নষ্ট হতে পারে জানিয়ে সিবালের কাতর আর্জি ছিল , ‘প্লিজ প্রোটেক্ট আস৷ ’ কিন্ত্ত তাঁর সেই আবেদনেও মন গলেনি সর্বোচ্চ আদালতের৷ তবে এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে মন্তব্যগুলি নিয়ে আপত্তি তুলেছিলেন আবেদনকারীরা , সেগুলিকে উপেক্ষা করেই সিবিআই তদন্ত করবে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

রাজ্য যেভাবে সমস্ত যুক্তিসীমা লঙ্ঘন করেছে তাতে আমরা স্তম্ভিত৷ যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং প্রত্যাখ্যানেরই উপযুক্ত জে এস কেহর | দেশের প্রধান বিচারপতি৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল