অ্যাপশহর

'জয় শ্রীরাম' স্লোগানে 'ওভার রি-অ্যাক্ট' করেছেন মমতা: অপর্ণা

গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেকথা স্মরণ করিয়ে অভিনেত্রী বলেন, যদি কেউ ভাবেন জয় শ্রীরাম বলবেন, আল্লা হু আকবর বলবেন বা জয় মা কালী বলবেন, তা হলে তিনি বলতেই পারেন। কিন্তু তা নিয়ে ধর্মের বিষ ছড়ানো ও রাজনীতিকে বিষাক্ত করে তোলা সমীচীন নয়। কিন্তু, দুঃখের বিষয় সেটাই হচ্ছে আমাদের এই রাজ্যে।

EiSamay.Com 5 Jun 2019, 1:46 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিজেপির উত্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন অভিনেত্রী অপর্ণা সেন। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবৃত্তে থাকা বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন অপর্ণা। 'জয় শ্রীরাম' স্লোগান বিতর্কে মমতার ভূমিকার সমালোচনা করেন এই অভিনেত্রী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কবর নিজেই খুঁড়ছেন। বিজেপি-র উত্থানের জন্য তিনিই দায়ী। তাঁর মনে হয়েছে 'জয় শ্রীরাম' স্লোগানে মমতার বন্দ্যোপাধ্যায় 'ওভার রি-অ্যাক্ট' করেছেন। অপর্ণার কথায়, ধর্ম নিয়ে রাজনীতি আমি একেবারেই পছন্দ করি না। আমার মনে হয়, ধর্ম ধর্মের জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু দুটো এক করে ফেলছে বাংলার শাসক ও বিরোধী দুই রাজনৈতিক দলই।
EiSamay.Com Mamta Banerjee


গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেকথা স্মরণ করিয়ে অভিনেত্রী বলেন, যদি কেউ ভাবেন জয় শ্রীরাম বলবেন, আল্লা হু আকবর বলবেন বা জয় মা কালী বলবেন, তা হলে তিনি বলতেই পারেন। কিন্তু তা নিয়ে ধর্মের বিষ ছড়ানো ও রাজনীতিকে বিষাক্ত করে তোলা সমীচীন নয়। কিন্তু, দুঃখের বিষয় সেটাই হচ্ছে আমাদের এই রাজ্যে।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই আবেগপ্রবণ। কোনও কাজ করার আগে তিনি ভাবেন না। কিন্তু বেশিদিন যদি তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে চান, তবে তাঁর কথা বলার ধরন পরিবর্তন করা উচিত। অমিত মিত্র, সৌগত রায়দের মতো মানুষদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

তিনি মনে করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। কারণ রাজ্যের নাগরিক সমাজ বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছে। সেটাই সবথেকে বড় উদ্বেগের কারণ। কেননা বিজেপির প্রাথমিক ভিত্তিই হন জাতীয়তাবাদের সঙ্গে হিন্দুত্বের মিশ্রণ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল