অ্যাপশহর

কড়া নিরাপত্তায় সোমবার ভোট মহেশতলায়

ভোটের নিরাপত্তায় ১০ কোম্পানি নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

EiSamay.Com 27 May 2018, 11:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ২৮২টি ভোটগ্রহণ কেন্দ্রে ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৫ জন ভোটার এদিন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ৭ জন প্রার্থী ভোটের ময়দানে আছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল প্রার্থী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের সঙ্গে সিপিএমের প্রভাত চৌধুরী এবং বিজেপির সুজিতকুমার ঘোষের। তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুর কারণে এই কেন্দ্রে অকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
EiSamay.Com ভোটগ্রহণ কেন্দ্রের পথে পুলিশকর্মীরা
ভোটগ্রহণ কেন্দ্রের পথে পুলিশকর্মীরা


সদ্য অনুষ্ঠিত রাজ্যের পঞ্চায়েত ভোটে তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের ৭৭৩ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ৮৮ আধিকারিক। এছাড়া আছেন ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটগ্রহণ পর্ব পরিদর্শনের জন্য ১৫৫ জন মাইক্রো-অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। এছাড়া আছেন মোট ৩ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল