অ্যাপশহর

স্লোগান, সাজেশন, দেওয়ালে জোর টক্কর ছাত্র-যুবদের

এসএফআইয়ের লাস্ট মোমেন্ট সাজেশন কিংবা এবিভিপির দেওয়াল লিখনের পোস্ট। সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার ছাত্র যুবদের

EiSamay.Com 6 Apr 2019, 12:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেউ দিচ্ছেন লাস্ট মিনিট সাজেশন। কেউ ছোট ভিডিয়োতে ছড়িয়ে দিচ্ছেন নিজেদের কথা। কারও অস্ত্র গ্রাফিক্স-অ্যানিমেশন। কেউ বাড়ির দেওয়ালে-পাঁচিলে স্লোগান লিখে পোস্ট করছেন ফেসবুকের ওয়ালে। লক্ষ্য একটাই, ভোটের আগে শেষ পাঁচ বছর মাথায় রাখুন!
EiSamay.Com lok sabha election 2019 west bengal college students and youth busy on social network campaign
স্লোগান, সাজেশন, দেওয়ালে জোর টক্কর ছাত্র-যুবদের


বিভিন্ন দলের ছাত্র-যুবরা এ ভাবেই নানা উপায়ে প্রচারে ব্যস্ত। এসএফআই থেকে টিএমসিপি। গেরুয়া শিবিরের ছাত্ররাও নেমে পড়েছেন নানা উপায়ে সামাজিক মাধ্যমে নজর কাড়তে। পার্টির বড়রা যখন রাস্তায় পরিশ্রম করছেন, ঠিকই তখন মাথা ঘামিয়ে নানা ফন্দি-ফিকির করে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্র, যুবরা।

এসএফআই প্রথম দফার ভোটের সপ্তাহ খানেক আগে লাস্ট মোমেন্ট সাজেশন প্রকাশ করেছে। এসএফআই নেতৃত্বেরই বক্তব্য, কোনও বড় পরীক্ষায় বসার আগে লাস্ট মিনিট সাজেশন হাতে পাওয়া মানে জেনে রাখা পড়াগুলোকে আরও একবার ঝালিয়ে নেওয়া। বাম ছাত্র-যুবরা মনে করছেন, এ বারের লোকসভা নির্বাচন তেমনই কঠিন পরীক্ষার মতো। তাই ভোট দেওয়ার আগে একেবারে লাস্ট মোমেন্ট সাজেশন দিয়ে পরীক্ষার্থীদের অর্থাৎ ভোটারদের মনে প্রভাব ফেলতে চাইছেন তাঁরা। সেখানে কেন্দ্র ও রাজ্যের সরকারের বিরুদ্ধে নানা অভিযোগগুলিকে আর একবার করে মনে করিয়ে দেওয়া হয়েছে। যেমন এসএফআই লিখেছে, 'মনে আছে নিশ্চয়ই, আজ থেকে ৫ বছর আগে এক ভদ্রলোক আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন ৫৬ ইঞ্চি ছাতি আর সবকা সাথ সবকা বিকাশ প্রমিস করে। তারপর? তারপর দেখা গেল তাঁর দলের দু নম্বর মানে সেকেন্ড ইন কমান্ড নেতার ছেলের সম্পত্তি বেড়ে গেল ১৬ হাজার গুণ।' এমন নানা বিষয়ে ভোটারদের ওয়াকিবহাল করে সবশেষে এসএফআইয়ের আবেদন, 'এ সব নিয়ে প্রশ্ন করলেই হয় তুমি হার্মাদ নয়তো দেশদ্রোহী...' ইতিমধ্যেই এই সাজেশন ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পিছিয়ে নেই তৃণমূলের সমর্থক ছাত্র-যুবরাও। তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আপাতত সোশ্যাল মিডিয়ায় ৪২ জন প্রার্থীর জন্য স্লোগান তৈরি করে ছড়িয়ে দেওয়া হবে। যেমন 'দমদমের রায়, সৌগত রায়' বা 'শোন বন্ধু, শোন মিত্র, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র' অথবা যাদবপুরের জন্য 'থমকে বিকাশ নিচ্ছে রেস্ট, যাদবপুরে মিমিই বেস্ট' সুলভ স্লোগান তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। টিএমসিপি ছাড়াও তাঁদের সমর্থক অনেকে ফেসবুকে ভিডিয়ো, শর্টফিল্ম, গান তৈরি করে পোস্ট করছেন। অনেকে ছড়া লিখছেন, যা স্লোগান হিসেবে নানা জায়গায় তৃণমূল কর্মীরা গলা মেলাচ্ছেন। তৃণমূল সমর্থক ফেসবুক ক্রিয়েটারের মধ্যে এমনই একজন হলেন দেবাংশু ভট্টাচার্য। যিনি নিজে বহু স্লোগান লিখেছেন। সেই সব স্লোগানের ভিডিয়ো করেছেন। তিনি বলেন, 'একটা ভিডিয়ো করলাম, রাস্তায় বেরিয়ে মানুষকে এমনি জিজ্ঞাসা করলাম গত পাঁচ বছরে আপনি কেন্দ্রের কোন কোন উন্নয়ন দেখেছেন? সে সব খুব জনপ্রিয় হয়েছে।'

এবিভিপি আবার এত কিছুর মধ্যে না গেলেও প্রথম ভোটের গুরুত্ব বোঝাচ্ছে ফেসবুকে। আর নানা প্রান্তে তাদের দেওয়াল লিখনের ছবিও পোস্ট করে দিয়েছে নিজেদের ফেসবুক ওয়ালে। সরাসরি কোনও দলের হয়ে প্রচার না করলেও গেরুয়া ছাত্র শিবির দেওয়াল লিখনে বলছে, 'ভোট সেই চিহ্নে দিন যারা জিতলে আতসবাজি ভারতে ফাটবে, পাকিস্তানে নয়।' আবার কোথাও লিখেছে, 'নমাজ পড়ে ভোট ভিক্ষা, বাংলা ভুলে উর্দু শিক্ষা। এই তৃণমূল আর না।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল