অ্যাপশহর

বিজেপি-পুলিশ ধস্তা-ধস্তি, উত্তাল হাজরা মোড়

বিজেপির বিক্ষোভের জেরে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতার সদাব্যস্ত হাজরা মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা।

EiSamay.Com 20 Oct 2016, 5:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিজেপির বিক্ষোভের জেরে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতার সদাব্যস্ত হাজরা মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা। বুধবার আসানসোলে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর ও তাঁকে ইট মারার প্রতিবাদে এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সেই মিছিল ঘিরেই গোলমালের সূত্রপাত।
EiSamay.Com lathicharge of police on bjp workers at hajra more
বিজেপি-পুলিশ ধস্তা-ধস্তি, উত্তাল হাজরা মোড়


বৃহস্পতিবার বিকেলে বিজেপি নেতা রাহুল সিনহার নেতৃত্বে রাসবিহারী থেকে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো তারকা নেত্রীরাও। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। হাজরা মোড়ের কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দলের কর্মী, সমর্থকরা। বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে হাজরা মোড়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ১৫ জন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়েছে। পুলিশ কর্মীরা বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মীর শ্লীলতাহানি করেন বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল