অ্যাপশহর

আজ নবান্ন অভিযানে শহর বন্ধের আশঙ্কা

ঘোষিত রোডম্যাপ থেকে আচমকা সরে গিয়ে আজ কলকাতা ও হাওড়া শহর টানা অবরুদ্ধ করে নবান্নর গেটে মিছিল নিয়ে হাজির হওয়ার ছক তৈরি করেছে আলিমুদ্দিন স্ট্রিট৷

EiSamay.Com 22 May 2017, 9:20 am
এই সময় : ঘোষিত রোডম্যাপ থেকে আচমকা সরে গিয়ে আজ কলকাতা ও হাওড়া শহর টানা অবরুদ্ধ করে নবান্নর গেটে মিছিল নিয়ে হাজির হওয়ার ছক তৈরি করেছে আলিমুদ্দিন স্ট্রিট৷ কলকাতা ও হাওড়ার পাঁচটি জায়গা থেকে মিছিল করে নবান্ন অভিমুখে যাওয়ার ঘোষিত কর্মসূচি থাকলেও , এই দুই শহরের আরও একাধিক জায়গায় আচমকা রাস্তা অবরোধের ছক রয়েছে বামেদের৷ যদিও মুখ্যমন্ত্রী আজ জেলা সফরে বীরভূমে৷ ১১টি বাম কৃষক ও খেতমজুর সংগঠনের ব্যানারে ১৮ দফা দাবি নিয়ে আজ বামেরা রাস্তায় নামলেও , গেরুয়া হাওয়ার সামনে নিজেদের শক্তি দেখানোই আজ সিপিএমের মূল লক্ষ্য৷ সেই জন্য সূর্যকান্ত মিশ্র , বিমান বসু, মহম্মদ সেলিম , হান্নান মোল্লা , মদন ঘোষ -সহ সিপিএমের প্রথম সারির সমস্ত নেতা আজ নবান্ন অভিযানে রাস্তায় নামছেন৷
EiSamay.Com lalbazar now more cautious to stop cpms nabanna abhiyan
আজ নবান্ন অভিযানে শহর বন্ধের আশঙ্কা


এই নবান্ন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিতে শাসকদল ময়দানে নেমেছে বলে রবিবার অভিযোগ করেন কৃষক নেতা মদন ঘোষ৷ তিনি বলেন , ‘শাসকদলের কর্মীদের পুলিশের পোশাক পরিয়ে হাতে লাঠি নিয়ে রাস্তায় নামানোর পরিকল্পনার খবর এসেছে আমাদের কাছে৷ যেখানে আমাদের মিছিল কিংবা বাস আটকে দেওয়া হবে সেখানে সমর্থকরা রাস্তায় বসে পড়বেন অথবা পাল্টা রেল অবরোধ করবেন৷ ’ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন , ‘নন্দীগ্রামে সিপিএম পুলিশের পোশাক পরিয়ে ক্যাডার নামিয়েছিল৷ তাই মদন ঘোষের এই ভাবনা মাথায় এসেছে৷ ওরা বলছে বাংলা বিপন্ন চলো নবান্ন , আমরা বলছি সিপিএমের সাইনবোর্ড বিপন্ন তাই লক্ষ্য নবান্ন৷ ’ ঘোষিত রোডম্যাপের বাইরে গিয়ে প্রশাসনকে নাজেহাল করার নীল নকশা তৈরি করেছে সিপিএম৷

পাঁচ জায়গা থেকে ঘোষণা থাকলেও , আচমকা অন্য রুটে মিছিল নিয়ে নবান্নর গেটে পৌঁছে যাওয়ার ছক রয়েছে সিপিএম নেতৃত্বের৷ ইতিমধ্যে পুলিশ বাঁশের ব্যারিকেড তৈরি করেছে বিভিন্ন রাস্তায়৷ ফোরশোর রোডের সব থেকে বড় জমায়েত থেকে আচমকা অন্য রুটে পৃথক মিছিল গিয়ে নবান্নের গেটে পৌঁছে যাওয়ার ছক রয়েছে সিপিএম নেতৃত্বর৷ তবে , কাঠফাটা রোদ নিয়ে উদ্বেগে সিপিএম নেতৃত্ব৷ বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিসে প্রচুর জল এবং ওআরএস ছাড়াও অ্যাম্বুল্যান্স রাখছে আলিমুদ্দিন স্ট্রিট৷ শহর অবরুদ্ধ হওয়ার জন্য আমজনতাকে হাতে সময় নিয়ে পথে বের হওয়ার আবেদন করেছেন বাম নেতৃত্ব৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল