অ্যাপশহর

মনোজকে জেরার জন্য তলব লালবাজারের

রোজ ভ্যালি তদন্তের নোডাল অফিসার মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর সিসিটিভি ফুটেজ সামনে আসার পরই তাঁকে এই মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷

EiSamay.Com 3 Feb 2017, 10:02 am
এই সময়: শেষপর্যন্ত ইডি কর্তা মনোজ কুমারকে জেরার জন্য তলব করল লালবাজার৷ আজ, শুক্রবার সকাল ১১টায় সাসপেন্ড হওয়া মনোজকে লালবাজারে হাজির হতে বলা হয়েছে৷ বৃহস্পতিবার দিল্লি থেকে আসা ইডির উচ্চপদস্থ কর্তাদের জেরার পর্ব শেষ হতেই মনোজকে লালবাজার থেকে নোটিস পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, শুভ্রা কুণ্ডুর সঙ্গে একই ফ্রেমে ধরা পড়ায় তাঁকে এ বার কলকাতা পুলিশের মুখোমুখি হতে হবে৷ কলকাতা পুলিশ যখন জোরকদমে রোজ ভ্যালি তদন্ত নিয়ে এগোচ্ছে, তখন সারদা নিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে সিবিআই৷ বৃহস্পতিবারই সিবিআইয়ের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কী ভাবে ডায়মন্ড হারবার রোডের একটি ঠিকানায় সারদাকে ৬৪টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল৷ বেশ কয়েকদিন চুপচাপ থাকার পর ফের সিবিআই সারদা মামলার তদন্ত শুরু করায় এই মামলা নতুন মোড় নিয়েছে
EiSamay.Com lalbazar call monoj to investigate this monoj subhra case
মনোজকে জেরার জন্য তলব লালবাজারের


এ দিনই কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা দক্ষিণ কলকাতার একটি আবাসনে গিয়ে ফের একপ্রস্ত জেরা করেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে৷ তিনি কেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের সঙ্গে দিল্লি গিয়েছিলেন, তা নিয়েই মূলত প্রশ্ন করা হয়৷ তাঁকেও লালবাজারে ডেকে জেরা করা হতে পারে৷ যদিও ইডি সূত্রের খবর, তারাও তদন্তের স্বার্থে শুভ্রাকে ডেকে পাঠানোর প্রস্ত্ততি শুরু করেছে৷ দু-একদিনের মধ্যে তাঁকে জেরার জন্য ডাকা হতে পারে৷
এ দিন রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে সাসপেন্ড হওয়া ইডি অফিসার মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘আমি যতদূর জানি, মনোজ কুমার দক্ষ অফিসার ছিলেন৷ তিনি দাবি করেছেন, রোজ ভ্যালি কাণ্ডে তদন্তের স্বার্থেই মনোজ গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে মেলামেশা করছিলেন৷ সেটা সত্যি হতেও পারে৷ বিভাগীয় তদন্ত চলছে৷ তদন্ত শেষ হলেই বোঝা যাবে আসলে ঠিক কী হয়েছিল৷ প্রাথমিক ভাবে যা মনে হচ্ছে সেটা সত্যি না-ও হতে পারে৷’

রোজ ভ্যালি তদন্তের নোডাল অফিসার মনোজ কুমারের সঙ্গে শুভ্রা কুণ্ডুর সিসিটিভি ফুটেজ সামনে আসার পরই তাঁকে এই মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ দিল্লি থেকে নির্দেশ আসে, সোমেন বসুমল্লিককে সব ফাইল বুঝিয়ে দেওয়ার জন্য৷ মনোজের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করে ইডি৷ বৃহস্পতিবারই দিল্লি থেকে অ্যাডিশনাল ডিরেক্টর অনুজ গোগিয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় ইডির দন্তরে আসে৷ সেখানে তারা দুপুর থেকে বিকেল পর্যন্ত মনোজ কুমারকে জেরা করেন৷ মনোজের পেশ করা বিভিন্ন ফাইলও খতিয়ে দেখা হয়৷ সন্ধ্যায় অবশ্য নিজের দন্তর ছাড়ার আগে দৃশ্যত ভেঙে পড়া মনোজ কুমার জানান, তাঁকে জেরা করা হয়নি৷ শুধু কিছু ফাইল দেখতে চাওয়া হয়েছে৷ লালবাজার থেকে ডাক পাওয়ার খবরও তিনি অস্বীকার করেছেন৷ সূত্রের খবর, দিল্লি থেকে আসা এই তদন্তকারী দলটি আগামী সাতদিনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে চলেছে৷ এ দিনই কলকাতা পুলিশের তিন সদস্যের একটি দল সিজিও কমপ্লেক্সে গিয়ে মনোজ কুমারকে ডেকে পাঠানোর নোটিস দিয়ে আসে৷

বৃহস্পতিবার লালবাজারের এক কর্তা জানান, গৌতমের স্ত্রী শুভ্রাকে মোট দু’বার জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে৷ ম্যাঙ্গো লেন থেকে উদ্ধার করা দেড় কোটি টাকার তদন্ত করতে গিয়ে যে-সংস্থার কম্পিউটারে ‘ম্যাডাম রোজভ্যালি’ নাম পাওয়া গিয়েছে, সেখানকার তদন্তে শুভ্রার টাকা পাচারের বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে৷ ওই সূত্র ধরেই মনোজের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে৷ ফলে এই তদন্তের জন্যই তাঁকে জেরা করা প্রয়োজন বলে মনে করছেন লালবাজারের কর্তারা৷ কারণ, সিসিটিভির ফুটেজ ছাড়াও শুভ্রাকে জেরা করে এই অফিসারের নাম তাঁরা জানতে পেরেছেন৷ ইডি সূত্রের খবর, টাকা পাচারের মামলায় কীভাবে মনোজ যুক্ত তা জানতে চাওয়া ছাড়াও ওই ভিডিয়ো ফুটেজের অসম্পাদিত অংশ চেয়ে পাঠানো হয়েছে৷ সেই ফুটেজের উপরই নির্ভর করবে তদন্তের গতিপ্রকৃতি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল