অ্যাপশহর

Suvendu Adhikari Kunal Ghosh: নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে শুভেন্দু, হেফাজতে নিয়ে তদন্ত করুক ইডি সিবিআই: কুণাল

তৃণমূল নেতা কুণাল ঘোষের বিস্ফোরক দাবি, ভুয়ো নিয়োগে জড়িয়ে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Produced byএলিনা দত্ত | Lipi 12 Mar 2023, 7:49 pm
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে রোজই আসছে নয়া মোড়। মঞ্চে প্রবেশ একের পর এক চরিত্রের। একইসঙ্গে রোজই ইডির জালে কোনও না কোনও অভিযু্ক্ত। মন্ত্রী, পর্ষদ কর্তার পর এবার তদন্তকারী সংস্থার গ্রেফতারির তালিকায় একের পর এক তৃণমূল যুব নেতা। উত্তরোরত্তর বাড়ছে বিরোধীদেরও আক্রমণ।

এরই মাঝে নিয়োগ দুর্নীতি কাণ্ডে দোষারোপের মাঝে বিস্ফোরক দাবি রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। নথি দেখিয়ে দাবি করলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সুপারিশে গ্রুপ সি (Group C) পদে ১৫০ জনের চাকরি হয়েছিল বলে দাবি তৃণমূল নেতার।

SSC Scam: প্রাথমিকের পর Grp-C চাকরি বাতিল তালিকাতে নাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের

একটি লিস্ট দেখিয়ে এদিন তৃণমূল মুখপাত্র দাবি করেন, ''শুভেন্দু অধিকারীর সুপারিশ করা ১৫০ জনের মধ্যে আদালতের রায়ে ৫৫ জনের চাকরি গিয়েছে। কাঁথি, পটাশপুর, খেজুরি, ভূপতিনগর, দেশপ্রাণ বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থী সেই তালিকায় আছেন, যাদের নাম শুভেন্দু সুপারিশ করেছিলেন।''

এই নথি তুলে ধরে কুণাল চাকরি বাতিলের তালিকায় থাকা একটি নাম সঞ্জীব সুকুল ওরফে শুক্লা উল্লেখ করেন। তিনি বলেন, এই ব্যক্তি শুভেন্দু অধিকারির অত্যন্ত ঘনিষ্ঠ। সঞ্জীব সুকুলের প্রসঙ্গ উত্থাপন করে কুণাল বলেন, ''সঞ্জীব সুকুল শুভেন্দু অধিকারীর ডানহাত। গোটা মেদিনীপুর জানে। চাকরি দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি তদন্ত করে তাহলে এই তালিতা বাদ যাবে কেন? আমাদের দাবি শুভেন্দু কে হেফাজতে নিয়ে তদন্ত করুক তদন্তকারী সংস্থা। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে শুভেন্দু কেন গ্রেফতার হবেন না। একইসঙ্গে চাকরি বাতিলের তালিকায় নাম থাকা ৫৫ জনকেও এই মামলায় ট্যাগ করে তারা কে খতিয়ে দেখা হোক। এই ১৫০ জন কারা, কীভাবে চাকরি পেয়েছিলেন, সব খতিয়ে দেখুক ইডি, সিবিআই ।''

Suvendu Adhikari: রেড হলেই বদলাচ্ছে শুভেন্দুর জামার রং! হায়দরাবাদের রাস্তায় কটাক্ষ পোস্টার

এখানেই শেষ নয় তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদককের মন্তব্য, ''এখন সাধু সেজে তৃণমূলের গায়ে কাদা ছুঁড়ছে। কয়েকদিন আগেই শুভেন্দুকে রেগে গিয়ে একজনকে বলতে শোনা গিয়েছে, ওকে জিজ্ঞাসা করুন কার দয়ায় ও চাকরি পেয়েছে। অর্থাত্ ও যে চাকরি দেওয়ার ব্যাপারে জড়িত তা নিজে মুখ দিয়েই বলে ফেলেছে।''

Recruitment Scam : ম্যারথন জেরা শেষে নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে গ্রেফতার শান্তনু

নিয়োগ কেলেঙ্কারিতে এবার শুভেন্দু অধিকারীর নাম করে কুণাল ঘোষের করা অভিযোগে ব্যাপক চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর