অ্যাপশহর

শপথের রাজসূয় যজ্ঞের প্রস্তুতি শহরে

কারা রয়েছেন সেই আমন্ত্রিতদের তালিকায়? নবান্ন সূত্র জানাচ্ছে, আমন্ত্রণপত্র ছাপা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার৷

EiSamay.Com 25 May 2016, 8:50 am
এই সময়: একসঙ্গে এত ভিভিআইপি সাম্প্রতিক অতীতে সম্ভবত দেখেনি কলকাতা৷ আর সেই অতিথিদের আগমনকে স্মরণীয় করে রাখতে রাজসূয় যজ্ঞের প্রস্ত্ততি শহরে৷ পুজোর থিমের প্যান্ডেল অথবা বিশ্বকাপ বা আইপিএলের স্টেডিয়াম সাজাতে তো সারা বছর সময় লাগে৷ কিন্ত্ত মুখ্যমন্ত্রীর শপথে আমন্ত্রিত ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী, রাজ্য রাজনীতির তাবড় নেতা থেকে টলিউড-বলিউডের তারকা, একঝাঁক অতিথির জন্য মঞ্চ সাজাতে তো তার সিকির সিকিভাগেরও কম সময়৷
EiSamay.Com kolkatas red road to remain closed from tonight for mamata banerjees oath taking ceremony
শপথের রাজসূয় যজ্ঞের প্রস্তুতি শহরে


শপথের মঞ্চের প্রস্তুতিতে রেড রোডের মতো শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা নজিরবিহীন ভাবে একটানা বন্ধ রাখা হয়েছে৷ কিন্তু তাতে কী! মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব থেকে পুলিশ কমিশনার, ডিজি--- অনুষ্ঠানের প্রস্তুতিতে কার্যত সবারই ঘুম ছুটেছে৷ শুধু রেড রোডই বা কেন, অতিথিদের আপ্যায়নের জন্য শহরের পাঁচতারা হোটেলগুলিতেও সাজ সাজ রব৷ ইডেনে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ হলে যেমন যুদ্ধপ্রস্ত্ততি চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথের জন্য রেড রোডের অনুষ্ঠান তার থেকে কোনও অংশে কম নয়৷

কারা রয়েছেন সেই আমন্ত্রিতদের তালিকায়? নবান্ন সূত্র জানাচ্ছে, আমন্ত্রণপত্র ছাপা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার৷ এর মধ্যে সরকারি হিসাবে ভিভিআইপি থাকছেন হাজার খানেক৷ ভিআইপি তালিকায় আরও প্রায় দু’হাজার৷ দর্শকাসন থাকবে ২০ হাজার৷ আমন্ত্রিতদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বেশ কয়েকটি রাজ্যর বর্তমান মুখ্যমন্ত্রীদের পাশাপাশি রয়েছেন সনিয়া গান্ধী -রাহুল গান্ধীর মতো হাইপ্রোফাইল নেতা -নেত্রীরা৷ থাকছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধী দলনেতা , কংগ্রেস -বাম -বিজেপির রাজ্য নেতারাও৷ আমন্ত্রিত বিগ বি অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান৷ আমন্ত্রিত গোটা টলিউডও৷

শেষ পর্যন্ত তাঁদের মধ্যে কতজন আসবেন , তা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত না -হলেও আমন্ত্রিত ভিভিআইপি ও তাঁদের সঙ্গীদের জন্য আয়োজন তো রাখতেই হবে৷ শপথ অনুষ্ঠানের সময় শুক্রবার বেলা পৌনে ১টায়৷ তার ঠিক ৭২ ঘণ্টা আগে রেড রোডে গিয়ে দেখা গেল, প্রস্ত্ততিপর্ব তুঙ্গে৷ সার দেওয়া গার্ড রেল দিয়ে বন্ধ রেড রোডে ঢোকার পথ৷ দু’পাশে সর্বদা মোতায়েন বেশ কয়েক জন পুলিশকর্মী৷ যে মঞ্চে শপথ নেবেন মুখ্যমন্ত্রী , সেটি তৈরি হচ্ছে ইস্পাতের কাঠামো দিয়ে৷ ইতিমধ্যেই সেই কাঠামো তৈরির কাজ অনেকটা সম্পূর্ণ৷ রেড রোড থেকে বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হবে মঞ্চে৷ সর্বক্ষণ সেখানে শ্রমিক , নজরদার প্রশাসনিক আধিকারিকদের হাঁকডাক শুনে মনে হতেই পারে , যেন মেগা বাজেটের কোনও বারোয়ারি দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে৷

শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রীদের এগিয়ে নিয়ে যাবেন পশ্চিমবঙ্গ ক্যাডারের প্রবেশনারি আইএএস এবং আইপিএস অফিসারেরা৷ কানাডার সেনেটে নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ‘আশার অফ দ্য ব্ল্যাক রড’-এর মতোই এখানে এমন ব্যবস্থা রাখার জন্য প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা চলছে বলে নবান্ন সূত্রে খবর৷ প্রবেশনারি আইএএস ও আইপিএসদের শপথ মঞ্চে ‘আশার’ বা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন৷

মঞ্চ তৈরির সুবিধার জন্য কয়েকটি বাতিস্তম্ভ কেটে ফেলা হয়েছে৷ মঞ্চ তৈরির পাশাপাশি চলছে রেড রোডের দু’পাশে শামিয়ানা তৈরির কাজও৷ নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক জানালেন , মঞ্চের সামনে ও দু’পাশে চেয়ার পেতে দর্শকদের বসার জায়গা করা থাকবে৷ সেই পর্যন্ত মাথার ওপর শামিয়ানা খাটানোর নির্দেশ এসেছে৷ চেয়ারের সারি শেষ হয়ে গেলে রেড রোডের অন্য প্রান্ত পর্যন্ত দাঁড়িয়ে থেকেই মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ দেখবেন সাধারণ মানুষ৷ রেড রোড অঞ্চলে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে বাড়তি আটটি নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে৷ শহরের বিভিন্ন জায়গা থেকে যাতে সাধারণ মানুষ জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে পান তার জন্য ৬টি স্ক্রিন বসানোর পরিকল্পনা করা হয়েছে৷ মঞ্চে এবং সামনের গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য বেশ কয়েকটি এয়ার কন্ডিশনিং মেশিনও থাকছে৷ রোদ বৃষ্টির জন্য রেড রোডের পুরো অনুষ্ঠানস্থল ঢাকার প্রস্তাব আপাতত বিবেচনাধীন৷

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় , স্বরাষ্ট্রসচিব মলয় দে , পূর্তসচিব ইন্দিবর পাণ্ডে , তথ্য সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য, পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় , কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার -সহ এক ঝাঁক আধিকারিক মঞ্চ তৈরির কাজ সরেজমিনে দেখেন৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে , হাজারখানেক অতিথির মধ্যে ৩০ জনের মূল মঞ্চেই বসার ব্যবস্থা হচ্ছে৷ শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে বিকেল চারটে নাগাদ৷ শপথ অনুষ্ঠানে নিরাপত্তার জন্য প্রায় ৬ হাজার বাড়তি পুলিশ মাঠে নামানো হচ্ছে৷ ৪০ ফুট লম্বা ও ৪৮ ফুট চওড়া মূল মঞ্চটি হবে তিন ভাগে বিভক্ত৷ অনেকটাই রাজভবনের দরবার হলের আদলে৷ মাঝখানে রাজ্যপাল শপথবাক্য পাঠ করাবেন৷ তাঁর ডান দিকের মঞ্চে থাকবে ৪৪ জন মন্ত্রীর জন্য আসন৷

শপথ গ্রহণের আগে ও পরে ওই আসনেই বসবেন তাঁরা৷ বাঁদিকে থাকবে ভিভিআইপিদের বসার ৩০টি আসন৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা যাঁরা আসবেন , ভুটানের প্রধানমন্ত্রী ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা বসবেন মঞ্চে৷ সনিয়া গান্ধি এলে তিনিও বসবেন মঞ্চেই৷ অমিতাভ বচ্চন ও শাহরুখ খানও বসবেন এই মঞ্চে৷ জানা গিয়েছে , নবান্নের সামনে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনারও দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে৷

সরকারি অতিথি , অর্থাত্ কেন্দ্রীয় মন্ত্রী , বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী , মন্ত্রীদের জন্য ইএম বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা থাকবে৷ মূলত বিমান বন্দর থেকে অনুষ্ঠানস্থলে যাওয়া আসার পথে ক্ষণিকের বিশ্রামের জন্য এই হোটেলের ব্যবস্থা থাকছে৷ এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কাজ দেখভাল করতে পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে নিয়োগ করা হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল