অ্যাপশহর

উত্তুরে হাওয়ায় বাধা, একলাফে ২ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা

সোমবার শহরে একলাফে ২ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রার পারদ। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। আজ তা বেড়ে হল ১৪.৪। আর একদিন পরেই বড়দিন। ফলে এবার উষ্ণতম বড়দিন হতে পারে শহরে। এমনটাই মনে করা হচ্ছে।

EiSamay.Com 23 Dec 2019, 9:28 am
EiSamay.Com বড়দিনে চিরকাল শীত প্রত্যাশা করেছে বাঙালি। এ বার কি তেমন শীত মিলবে না?
বড়দিনে চিরকাল শীত প্রত্যাশা করেছে বাঙালি। এ বার কি তেমন শীত মিলবে না?ব
এই সময় ডিজিটাল ডেস্ক: ধুন্ধুমার ব্যাটিংয়ের পর আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই। কৃষ্ণনগর-সহ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইলেও কলকাতায় শীতের দাপট কিছুটা কমেছে। তবে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সে দিনের তাপমাত্রা এ দিনও স্বাভাবিকের অনেকটা নীচে ছিল। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে কুয়াশাও।

সোমবার শহরে একলাফে ২ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রার পারদ। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। আজ তা বেড়ে হল ১৪.৪। আর একদিন পরেই বড়দিন। ফলে এবার উষ্ণতম বড়দিন হতে পারে শহরে। এমনটাই মনে করা হচ্ছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের রাতের তাপমাত্রা বাড়বে। বাড়বে কুয়াশাও। পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তীর ব্যাখ্যা, ‘গত কয়েকদিনে উত্তুরে হাওয়ার গতিবেগ বেড়েছে, তেমনই পশ্চিমি ঝঞ্ঝাও বারবার দিক পরিবর্তন করছে। ফলে, বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম। সে কারণে ধূলিকণার মাত্রা স্বাভাবিকের তুলনার বেড়েছে। ’

রাতের তাপমাত্রা বাড়লে ও শীতের স্থিতাবস্থা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা নামছে। জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশা। আগামী ২৪ ঘন্টাতে ও ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। ৪৮ ঘণ্টা পর মেঘলা আকাশের সম্ভাবনা। চলতি সপ্তাহে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি নিচে। ফলে ভালো ঠাণ্ডা টের পাচ্ছে শহরবাসী। শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে, এমনটাই ছিল আবহাওয়ার পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কৃষ্ণনগরের তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ৯.৪ ডিগ্রি। কাঁথির রাতের তাপমাত্রা থিতু হয়েছে ৮ ডিগ্রিতে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি ছিল। গত দু’দিনের তুলনায় বীরভূমের শ্রীনিকেতনে রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে এ দিন থিতু হয়েছে ৮.৭ ডিগ্রিতে।

আবহাওয়া দফতরের খবর, ঘন কুয়াশা ও মেঘলা থাকার ফলে জলপাইগুড়ির দিনের সর্বোচ্চ তাপমাত্রা (১৮.২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম ছিল। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি কম।

আরও পড়ুন: বড় চ্যালেঞ্জ ঝাড়খণ্ডে, আজ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল